
গত বছরের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে সেটা ছিল স্বল্প মেয়াদে। এবার চুক্তির মেয়াদ বাড়িয়ে তাকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি বেতনও বেড়েছে দেশসেরা এই কোচের।
২০২৭ সালের নভেম্বর পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকছেন সালাউদ্দিন। সেইসঙ্গে বেতন বেড়ে হয়েছে ৯ লাখ ৬১ হাজার বা প্রায় ১০ লাখ টাকা। যা আগে ছিল ৭ থেকে ৮ লাখ টাকার মধ্যে। সালাউদ্দিনের বিসিবির সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দেশের একটি অনলাইন সংবাদমাধ্যম।
ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে বেশ খ্যাতি রয়েছে সালাউদ্দিনের। তবে এই সাফল্যের পরও দীর্ঘদিন জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি তার। তবে গত বছর বিসিবি সভাপতির পদে পরিবর্তন আসার পর সাবেক সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর তাকে জাতীয় দলে নিয়োগ দেয় বোর্ড।
আরও পড়ুন:
» নেপালের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ
» ২০২৫ এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ, বিশ্বাস খালেদের
শুরুতে ২০২৫ সালের মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত দায়িত্ব পেয়েছিলেন সালাউদ্দিন। তবে তার কাজে আস্থা রেখে তাকে দীর্ঘমেয়াদে শান্ত-লিটনদের দায়িত্ব দিয়েছে বোর্ড।
গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই ব্যাটিং কোচের দায়িত্বে নেই ডেভিড হেম্প। তাই দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেন সালাহউদ্দিন। সম্প্রতি তার কাজে অসন্তুষ্টি প্রকাশ করেন সমর্থকেরা। কেননা সাম্প্রতিক সময়ে ব্যাটারদের পারফরম্যান্সে অধারাবাহিকতা দেখা গেছে।
তবে এ নিয়ে ভাবছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সম্প্রতি তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ব্যাটিং কোচদের লম্বা সময়ের জন্য দায়িত্ব দেওয়া উচিত। তাই সালাউদ্দিনকে পরিবর্তনের বিষয়ে ভাবছে না বোর্ড। আর এ কারণেই সালাহউদ্দিনের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বিসিবি।
ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৫/বিটি
