লিটন দাস কিংবা মেহেদি হাসান মিরাজ নয়, টেস্ট ক্রিকেটে সেই নাজমুল হোসেন শান্তর ওপরই আস্থা রেখেছে বোর্ড। গত জুনে শান্ত টেস্টের দায়িত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক হওয়ার আলোচনায় ছিলেন লিটন ও মিরাজ। তবে শেষ পর্যন্ত সেই শান্তর হাতেই ফের দায়িত্ব তুলে দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আজ শনিবার (১ নভেম্বর) বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের পুরোটা সময় টেস্ট দলের নেতৃত্বে থাকছেন এই ব্যাটার।
ক্রিকেটের প্রতি শান্তর নিবেদন ও গভীর বোধের কারণেই তার প্রতি আস্থা রেখেছে বোর্ড। এ কারণেই পুনরায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোর্ডের বিশ্বাস, শান্তর নেতৃত্ব টেস্ট দলে সফলতা বয়ে আনবে।
বিসিবি সভাপতি বলেন, ‘টেস্ট ক্রিকেটের প্রতি স্থিরতা, নিবেদন ও গভীর বোধের যে ছাপ, সেটা শান্তর মধ্যে রয়েছে। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে আরও সামনে এগিয়ে যাবে দল। বোর্ডের মনে হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এগিয়ে যাওয়ার জন্য শান্তর নেতৃত্ব আমাদের জন্য সুফল বয়ে আনবে।’
এদিকে পুনরায় টেস্ট দলের দায়িত্ব পেয়ে বোর্ডের প্রতি কৃতজ্ঞ শান্ত। টেস্টে অধিনায়কত্ব করাটাকে সম্মানের চোখে দেখেন তিনি। বোর্ড তার প্রতি যে আস্থা রেখেছে, নিজের সর্বোচ্চটা দিয়ে সেই আস্থার প্রতিদান দিতে চান এই তারকা।
শান্ত বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব দিতে পারাটা আমার জন্য সত্যিই সম্মানের। আমি বোর্ডের প্রতি কৃতজ্ঞ যে, তারা আমার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছে। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়াটা আমার জন্য বড় গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে, আমি নিজের সর্বোচ্চটা দিয়ে তার প্রতিদান দেব।’
চলতি মাসেই দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে এই সিরিজ। আগামী ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট এবং ১৯ নভেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।
ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৫/বিটি