
বহুল আলোচিত বিসিবি নির্বাচন আজ। যেখানে শুধু ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা বাকি। কারা পরিচালক হচ্ছেন তা অনেকটা পরিষ্কার। তবে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দুই প্রার্থী নির্বাচনকে রাতের ভোটের সাথে তুলনা করেছেন। অনেক ক্লাব সংগঠকরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন।
এদিকে মিরপুর স্টেডিয়ামে ঝুলছে একের পর এক প্রার্থীদের ব্যানার। দেখে মনে হতে পারে উৎসবমুখর নির্বাচন পরিবেশ। কিন্তু প্রকৃতপক্ষে কারা পরিচালক হতে যাচ্ছেন তা অনেকেরই জানা। তবুও রাজধানীর একটি হোটেলে ভোটের আনুষ্ঠানিকতা চলবে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত। আবার অনেকেই ভোট দিয়েছেন ই-ব্যালটের মাধ্যমে । তবে আদালতের রায়ে ১৫ টি ক্লাবের কাউন্সিলরশিপ ফিরে পাওয়ায় প্রার্থিতা বহাল থাকছে ইফতেখার রহমান মিঠুর। সেজন্য নতুন করে ক্লাব ক্যাটাগরির ই-ভোট হচ্ছে।
এদিকে ১২ পরিচালক পদে ক্লাব ক্যাটগরিতে রয়েছে ১৭ জন প্রার্থী। দুই প্রার্থী-লুৎফর রহমান বাদল ও ইমরোজ আহমেদ সরে দাঁড়ালেও ব্যালটে থাকবে তাদের নাম। তবে নির্বাচনের আগেই অনেকটা নিশ্চিত যে কোন ১২ জন পরিচালক হচ্ছেন। শেষ মুহূর্তে তালিকায় ঢুকতে পারেন ইফতেখার রহমান মিঠু।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো মেজর ইমরোজ বলেন, আমাদের একটি কাগজে নির্দেশনা ছিল কোন ১২ জনকে ভোট দিতে হবে। আমরা দুইজনই ছিলাম। তবে দু’জনেই যখন এরকম পরিস্থিতি দেখেছি তখন আমাদের মনে হয়েছে আমরা এটা একটি পরিকল্পিত গেম। যার ফলে আমি ওখানে বসে মোবাইলে ভোট কাস্টিংও করেছি। তবুও আমার মনে হয়েছে যে এটা ভুল।
এদিকে জেলা ও বিভাগের ১০ পরিচালকের মধ্যে ৬ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আছেন। শুধু ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে ভোট হবে। তবে ঢাকার প্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান সরে দাঁড়ানোতে আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীনের রাস্তা অনেকটা ফাঁকা হয়ে গেছে। আবার রাজশাহীর হাসিবুল আলমও ভোট বর্জন করেছেন।
এই বিসিবি নির্বাচনকে রাতের ভোটের সঙ্গে তুলনা করে আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান বলেন, এবারের বিসিবি নির্বাচন আওয়ামী লীগ সরকারের আমলের রাতের ভোটকেও হার মানিয়েছে। রাতের ভোটে ত ওরা ব্যালট বাক্স ভরেছে, কিন্তু বিসিবি নির্বাচনে এরা তো সুকৌশলে এমন কাজ করছে, যেটা রাতের ভোটকেও হার মানিয়েছে।
এদিকে গণমাধ্যমের মুখোমুখি আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন। তাদের মতে যত সমালোচনা আর বিতর্কই হোক না কেন, সবকিছু স্বাভাবিক রয়েছে।
বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সংবিধান আছে তার মধ্যে থেকেই আমরা সব করেছি। আদর্শ ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপ এন্ড ডাউন থাকবেই। এটা আমার জন্য প্রথমবার সেজন্য হয়ত ভাবছি এটাই স্বাভাবিক।
অন্যদিকে নাজমুল আবেদীন ফাহিম বলেন, দিন শেষে দেখা হলে আমরা সবাই সবার সঙ্গে হাত মেলাই। আমার সঙ্গেও কয়েকদিন আগে অনেকের দেখা হয়েছিল সেখানেও হাত মিলিয়েছিলাম। আশা করি আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।
তবে ক্যাটাগরি তিনে প্রার্থীদের খুব বেশি অভিযোগ নেই। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট ও দেবব্রত পাল।
উল্লেখ্য যে, ক্রিকেট বোর্ডে রয়েছে ২৫ জন পরিচালক। এরমধ্যে ২৩ জন আসেন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে। বাকি দুজন আসেন সরকার মনোনীত হয়ে। তবে ২৩ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ প্রার্থী।যারা পরিচালক নির্বাচিত হবেন তাদের ভোটেই সোমবার সন্ধ্যাতেই নতুন সভাপতি নির্বাচিত হবেন।
ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/টিএ
