Connect with us
ক্রিকেট

বিসিবি নির্বাচন : ভোট গ্রহণ শেষে চলছে গণনা, ফলাফল আসবে কখন

BCB Election: Vote Counting Underway After Polls Close, Results Expected Soon
বিসিবি নির্বাচনে ভোট দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ছবি- বিসিবি

নানা নাটকীয়তার পর আজ (সোমবার) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। ইতোমধ্যে শেষ হয়েছে ভোটগ্রহণ। এখন চলছে গণনা। খুব শিগগিরই প্রকাশ করা হবে ফলাফল।

এদিন রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এই ভোট গ্রহণ চলেছে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে এবার ফলাফলের অপেক্ষায় প্রার্থীরা। নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

বিসিবি নির্বাচনে হেভিওয়েট প্রার্থী বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। গত কয়েকমাস ধরে বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে বোর্ডে দীর্ঘমেয়াদে কাজ করার লক্ষ্যে অংশ নিয়েছেন নির্বাচনে।



আজ বেলা ১১টার দিকে ভোট দেন বুলবুল। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি৷ ভোট দেওয়া শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আগে কখনও নির্বাচন করিনি কিংবা নির্বাচনে অংশগ্রহণও করিনি। এটাই প্রথম। তাই যা-ই দেখছি, সব নতুন লাগছে। এখানে ভোট দিতে বিভিন্ন জেলা থেকে লোক এসেছে। বিভিন্ন ক্লাবের প্রতিনিধি আর অংশীদাররাও আছেন। এই নির্বাচনে অংশ নিয়ে বেশ রোমাঞ্চিত লাগছে। দেখা যাক কি হয়।’

এদিকে নির্বাচনে অংশ নিয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদও। তিনি আজ ভোট দিয়েছেন। এছাড়া নাজমুল আবেদিন ফাহিম, খালেদ মাসুদ পাইলট, ইফতেখার রহমান মিঠু, হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার, দেবব্রত পাল, সানোয়ার হোসেন, আদনান রহমান দীপরা সকাল ১০টা থেকে ১২টার মধ্যেই ভোট দেন।

ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট