
দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিদেশের মাটিতেই অবস্থান করছেন এই তারকা অলরাউন্ডার। অনেকে জাতীয় দল থেকে শেষ দেখে ফেলেছিলেন তার। তবে এখনো দেশের হয়ে খেলার সুযোগ রয়েছে সাকিবের, এমনটাই মনে করে বিসিবি।
সাকিব প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘সাকিব বাংলাদেশের সেরা ক্রিকেটার। ১০০ বছরে এমন ১-২ জন খেলোয়াড় আসে। ব্যাটিং, বোলিং অথবা অলরাউন্ড পারফরম্যান্স—সব দিক থেকেই সে এখনও দলে খেলার যোগ্য।’
এদিকে অ্যাকশন জটিলতায় বেশ কিছুদিন বোলিং নিষেধাজ্ঞায় ছিলেন সাকিব। তবে একাধিকবার অ্যাকশন পরীক্ষা দিয়ে তিনি ফিরে পেয়েছেন নিজের বৈধতা। এই প্রসঙ্গে ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘অ্যাকশন শোধরানোর পর সে একটা টুর্নামেন্ট খেলেছে। আরও ১–২টা টুর্নামেন্ট খেললে নির্বাচকেরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন।’
সাকিবের সঙ্গে বিসিবির যোগাযোগ থাকার প্রশ্নে তিনি জানান, ‘যোগাযোগ তো সবার সঙ্গেই হচ্ছে, ক্রিকেট অপারেশন্সের সঙ্গেও। শ্রীলঙ্কার বিপক্ষে যেই দলটা গঠিত হয়েছিল, তা আগের পরিকল্পনার ভিত্তিতে। এখন সামনের পরিকল্পনায় তারা কী করবেন, সেটা দেখার বিষয়। নির্বাচকেরা পরিকল্পনা জমা দেবেন, তখন বোর্ড বুঝতে পারবে পরবর্তী পদক্ষেপ কী হবে।’
আরও পড়ুন:
» খেলা ছেড়ে এবার কোচিং করাবেন বাংলাদেশি নারী ফুটবলার!
» বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা, কবে-কখন খেলা?
বিসিবির পরিকল্পনায় সাকিবকে রাখা প্রসঙ্গে মিঠু জোর দিয়ে বলেন, ‘সাকিবের মতো একজন দুর্দান্ত ক্রিকেটারকে পরিকল্পনার বাইরে রাখা সম্ভব না। তাকে বাদ দিয়ে দেওয়া যাবে না।’
এদিকে সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে সোজাসাপ্টা বক্তব্য দেন মিঠু, ‘তার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা পুরোপুরি আলাদা বিষয়। আমরা কেবল ক্রিকেটার সাকিবকে নিয়েই ভাবছি।’
বিসিবির এই পরিচালকের কথায় ধারণা করা যাচ্ছে এখনো শেষ হয়ে যায়নি জাতীয় দল থেকে সাকিবের অধ্যায়। নির্বাচকরা চাইলে আবারো ফিরতে পারেন দলে। বর্তমানে বেশকিছু বিদেশি লিগে খেলার জন্য দল পেয়েছেন সাকিব। নিজের বর্তমান ফর্ম তুলে ধরতে হয়তো সেখানেই ভালো করার চেষ্টা করবেন এই অলরাউন্ডার।
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/এফএএস
