Connect with us
ক্রিকেট

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি, নেপথ্যে যে কারণ

মোহাম্মদ সালাউদ্দিন
মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

গত বছরের শেষের দিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদে যোগ দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। এরপর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ব্যাটিং ইউনিটের দেখভালের দায়িত্ব পান তিনি। 

দায়িত্ব পেলেও তার অধীনে খুব একটা ভালো সময় পার করেনি বাংলাদেশ দল। বিশেষ করে ব্যাটিং ইউনিটের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো।

গত সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সালাউদ্দিনের পরিবর্তে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়া হয়েছে। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ থেকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আশরাফুলকে।



এবার শোনা যাচ্ছে নতুন গুঞ্জন, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পরই সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সালাউদ্দিন। আজ (বুধবার) সকালে বিসিবি কার্যালয়ে এসে পদত্যাগপত্র জমা দেন সালাউদ্দিন। তবে সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি।

গণমাধ্যমগুলোর সূত্র মতে, এখনো পদত্যাগপত্র গ্রহণ করা নিয়ে ভাবেনি বিসিবি। তাকে দলে রাখার চেষ্টা করা হচ্ছে। সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে চাওয়া সালাউদ্দিন কে আরো কিছুদিনের জন্য দলের সাথে রাখতে চায় বিসিবি।

ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট