Connect with us
ক্রিকেট

আজ বিসিবির বোর্ড সভা, গুরুত্ব পাবে যেসব বিষয়

বিসিবির বোর্ড সভার ফাইল ছবি

বিপিএল, আম্পায়ার্স ইস্যু, ক্রিকেট অপারেশনস, গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিসসহ নানান বিষয়ে আলোচনা করতে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রয়েছেন অস্ট্রেলিয়ায়। বোর্ডের আরও ৯ পরিচালকের মধ্যে তিন জনঢাকার বাইরে। এ অবস্থার মধ্যে আজ বিকাল ৩টায় মিরপুরে বসছে বিসিবির বোর্ড সভা।

জানা গেছে, বিপিএল, আম্পায়ার্স ইস্যু, ক্রিকেট অপারেশনস, গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিসসহ প্রায় ১৯টি বিষয় নিয়ে এই সভায় আলোচনা হবে। সম্প্রতি নিয়োগ পাওয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড, প্রধান কিউরেটর টনি হেমিংসহ অন্যদের নিয়োগ অনুমোদনও দেওয়া হবে বলে ঐ সূত্র জানিয়েছে।

গত বছর চুক্তির মাঝপথে হঠাৎ বিসিবির প্রতি অভিমান করে চাকরি ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান অভিজ্ঞ কিউরেটর টনি হেমিং। তবে আবার তিনি বিসিবিতে ফিরছেন বলে জানা গেছে। তিনি দেশের সব আন্তর্জাতিক ভেন্যু দেখভালের দায়িত্বে থাকবেন বলেও জানা গেছে।



আজকের বোর্ড সভার মূল আলোচনা বিপিএল কেন্দ্রিক হওয়ার কথা। সেখানে বিপিএল আয়োজন, বিপিএলের স্পোর্টস মার্কেটিং পরামর্শকসহ নানান ইস্যু আলোচনায় উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট