বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসির কাছে চিঠি পাঠানোর পর এখন সংস্থাটির জবাবের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির পক্ষ থেকে দ্রুতই আলোচনায় বসার জন্য ডাকা হবে বলে আশা করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সোমবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক বইতে স্বাক্ষর জানাতে গুলশানে বিএনপির কার্যালয়ে যান বিসিবি সভাপতি ও কয়েকজন পরিচালক। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেন বুলবুল।
বিসিবি সভাপতি জানান, সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডের পরিচালকদের নিয়ে একাধিক সভা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই তারা বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলাকে নিরাপদ মনে করছেন না। তাঁর মতে, নিরাপত্তা ইস্যুটাই এখানে সবচেয়ে বড় উদ্বেগ। সে কারণেই আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা হয়েছে।
মুস্তাফিজুর রহমানকে যে প্রক্রিয়ায় আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, সেটিকে অসম্মানজনক বলেই দেখছে বিসিবি। বুলবুল বলেন, মুস্তাফিজ বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার, দেশের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। খেলোয়াড়রা মাঠে নামে আত্মসম্মান নিয়ে। কোনো ক্রিকেটারকে এমনভাবে অপমান করা হলে বোর্ড হিসেবে সেটি মেনে নেওয়া কঠিন। এ ঘটনায় বোর্ডের সবাই মর্মাহত।
আইসিসির কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পায়নি বিসিবি। তবে শিগগিরই আলোচনার ডাক আসবে বলে প্রত্যাশা বোর্ড সভাপতির। তিনি জানান, আইসিসির পাঠানো জবাবের ওপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
আগামী আগস্টে ভারতের বাংলাদেশ সফরের কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেই সিরিজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি বুলবুল। তাঁর মতে, দ্বিপাক্ষিক সিরিজ আর বিশ্বকাপের নিরাপত্তা ইস্যু আলাদা বিষয়। আপাতত বোর্ডের মনোযোগ শুধু বিশ্বকাপ ঘিরেই।
বিসিবি সভাপতি আরও জানান, পুরো বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের সরাসরি কোনো যোগাযোগ হয়নি। আইসিসির সঙ্গেই তারা কথা বলছে। এ সময় বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ বিসিসিআই সরাসরি কেকেআরকে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিছু জানানো হয়নি। রাজনৈতিক কারণে একজন প্রতিভাবান ক্রিকেটার আইপিএলে খেলতে না পারায় আমরা ব্যথিত।
উল্লেখ্য, গত শনিবার কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে তাদের স্কোয়াড থেকে বাদ দেয়। পরদিনই আইসিসিকে চিঠি দিয়ে বিসিবি জানায়, বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না এবং ম্যাচগুলো অন্য ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানায়। এর পরদিন তথ্য মন্ত্রণালয় থেকে আইপিএলের খেলা ও অনুষ্ঠান বাংলাদেশে সম্প্রচার না করার নির্দেশ আসে।
ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২৬/টিএ
