জাতীয় দলের ব্যাটিং কোচ হচ্ছেন মোহাম্মদ আশরাফুল, গত কয়েকদিন ধরেই সংবাদমাধ্যমে ভাসছিল এমন খবর। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন আশরাফুল। সাবেক এই অধিনায়ককে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ (সোমবার) বিসিবির বোর্ড মিটিং শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করবেন এই সাবেক ক্রিকেটার।
আমজাদ বলেন, ‘ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। আয়ারল্যান্ড সিরিজে তিনি বিশেষজ্ঞ ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন।’
অবশ্য আশরাফুলকে আপাতত আয়ারল্যান্ডের সিরিজের জন্যই দায়িত্ব দিয়েছে বোর্ড। এই এক সিরিজের জন্যই তার সঙ্গে চুক্তি করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সিরিজে ভালো করতে পারলে সামনে দীর্ঘমেয়াদি চুক্তিতে দেখা যেতে পারে সাবেক এই অধিনায়ককে।
আশরাফুলকে নিয়োগের বিষয়ে বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রথমত আশরাফুল অনেক অভিজ্ঞ। তারপর কোর্সের দিকে যদি দেখা হয়, সে বিশেষজ্ঞ ব্যাটিং কোর্স করেছে। লেবেল থ্রি কোচিং কোর্স করেছে সে। তাছাড়া আমাদের প্রিমিয়ার লিগ, বিপিএলে কোচিং করাচ্ছে। তার যে অভিজ্ঞতা রয়েছে সেটা যেন দলের খেলোয়াড়দের সাথে শেয়ার করতে পারে এটাই মুখ্য বিষয়।’
২০২৪ সালে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) প্রধান সহকারি কোচের দায়িত্ব পালন করে রংপুরের শিরোপা জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন আশরাফুল। এরপর বিপিএলে রংপুর শিরোপার ছোঁয়া না পেলেও দুর্দান্ত খেলা উপহার দিয়েছিল। তাছাড়া ২০২৫ জিএসএলে ফাইনাল খেলা রংপুরের কোচিং প্যানেলেও ছিলেন আশরাফুল। এছাড়া ঢাকার ক্লাব ক্রিকেটেও কোচ হিসেবে কাজ করেছেন এই অভিজ্ঞ সাবেক। এবার জাতীয় দলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন আশরাফুল।
ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৫/বিটি