Connect with us
ক্রিকেট

কত টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ, জানাল বিসিবি

BCB announces ticket prices for Bangladesh–Netherlands series
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকিট মূল্য প্রকাশ করেছে বিসিবি। ছবি- সংগৃহীত

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াতে যাওয়া এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী সপ্তাহে মাঠে গড়াবে এই সিরিজ। আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর মধ্যকার সিরিজের ম্যাচগুলো গ্যালারিতে বসে থাকতে চাইলে সর্বনিম্ন ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২০০০ টাকা গুনতে হবে দর্শকদের। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সিরিজের টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গ্রিন গ্যালারি ও শহীদ তুরাব স্ট্যান্ডে বসে মাত্র ১৫০ টাকায় খেলা দেখতে পারবেন দর্শকরা। আর গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে দর্শকদের। এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের (উত্তর-পূর্ব গ্যালারি) টিকিটের মূল্য ২৫০ টাকা এবং ক্লাব হাউসে বসে খেলা দেখতে হলে ৫০০ টাকা খরচ করতে হবে দর্শকদের।



বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে gobcbticket.com.bd ওয়েবসাইটে। এছাড়া বিসিবির ‘Go BCB Ticket’ অ্যাপ থেকেও টিকিট কিনতে পারবেন দর্শকেরা৷ আজ সন্ধ্যা ৬টায় থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাবে।

এই সিরিজ খেলতে আগামীকাল (বুধবার) বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল। আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১ ও ৩ সেপ্টেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো।

উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে নেদারল্যান্ডস। এই ফরম্যাটে এখন পর্যন্ত ৫ বারের দেখায় ৪টিতেই জয় পেয়েছে বাংলাদেশ, বাকি এক ম্যাচে জিতেছে ডাচরা। ২০১২ সালের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে এই দুই দল।

ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট