
চলতি মাসেই বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি চারদিনের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড ‘এ’ দল। আজ রোববার (৪ মে) আসন্ন এই সিরিজের প্রথম চারদিনের টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে থাকছেন নুরুল হাসান সোহান। ওয়ানডের পর টেস্টেও এই উইকেটরক্ষক ব্যাটারকেই নেতৃত্বে রেখেছে বিসিবি।
জাতীয় দলে খেলছেন কিংবা জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে বেশিরভাগ এমন ক্রিকেটারদের রেখেই দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে রয়েছে নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান,নাসুম আহমেদ,এবাদত হোসেন এবং খালেদ আহমেদের মতো পরিচিত মুখ।
আরও পড়ুন:
» রিয়াল মাদ্রিদের জয়ে জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই
» শান্ত ফিরলেন, মিরাজ কেন বাদ― ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার অমিত হাসান। এই সুযোগটা হয়ত তার অনেকদিনের প্রাপ্য ছিল। কেননা ঘরোয়া ক্রিকেট লিগে নিয়মিত পারফর্ম করছেন এই ব্যাটার। অবশেষে সুযোগ মিলেছে ‘এ’ দলে। এছাড়া আরেক তরুণ এনামুল হকও প্রথমবারের মতো ডাক পেয়েছেন ‘এ’ দলে।
এই সিরিজ খেলতে গত বৃহস্পতিবার (১ মে) বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। আগামীকাল ওয়ানডের মধ্য দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ। সিলেটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে সিরিজের দ্বিতী ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ মে। এরপর ১০ মে সিলেটের আউটার ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে ১৪ মে থেকে সিলেটে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। এই ম্যাচ শেষে ঢাকায় পাড়ি জমাবে বাংলাদেশ। এরপর ২১ মে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে।
চার দিনের প্রথম টেস্টের জন্য বাংলাদেশ ‘এ’ দল-
নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহমুদুল জয়, জাকির হাসান, সাইফ হাসান, অমিত হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, এনামুল হক, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
ক্রিফোস্পোর্টস/৪মে২৫/বিটি
