
অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে চলতি মাসে শুরু হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় আসর। আসন্ন এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। গত আসরে খেলেছিল বাংলাদেশের হাইপারফরম্যান্স দল এইচপি। এবার অংশ নিতে যাচ্ছে ‘এ’ দল।
অস্ট্রেলিয়ায় এই সফরকে সামনে রেখে আজ সোমবার (৪ আগস্ট) ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ‘এ’ দলের নেতৃত্বে আছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
তবে দলের সবচেয়ে বড় চমক হাসান মাহমুদ। এশিয়া কাপের আগে অস্ট্রেলিয়ার মাটিতে খেলে নিজেকে ঝালিয়ে নেয়ার দারুণ সুযোগ পাচ্ছেন এই পেসার। এছাড়া দলে আছেন সাইফ হাসান, নাঈম শেখ, ইয়াসির আলী, আফিফ হোসেন, নাঈম হাসানের মতো ক্রিকেটাররা।
টুর্নামেন্টের সবশেষ আসরে আকবর আলীর নেতৃত্বে অংশ নিয়েছিল বাংলাদেশ এইচপি। প্রথমবার অংশ নিয়েই চমক দেখিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে উঠেছিল তারা। তবে ফাইনালে বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে শিরোপা খুইয়েছিল আকবর আলীরা।
সবশেষ আসরে বাংলাদেশের পাশাপাশি দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল পাকিস্তানের ‘এ’ দল পাকিস্তান শাহীনস। এছাড়া দক্ষিণ এশিয়া থেকে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নেপাল।
আগামী ১৪ আগস্ট পর্দা উঠবে এবারের আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল। এরপর যথাক্রমে নেপাল, পার্থ স্কোর্চার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টার্স এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে সোহানের নেতৃত্বাধীন দলটি।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলী চৌধুরী, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।
