
নানা নাটকীয়তার পর চূড়ান্ত হয়েছে ২০২৫ এশিয়া কাপের সূচি। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠবে টুর্নামেন্টটির ১৭তম আসরের। মহাদেশীয় এই আসরকে সামনে রেখে আজ (সোমবার) ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার। গত বছরে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের পর থেকেই টি-টোয়েন্টি দলের বাইরে আছেন এই অভিজ্ঞ ওপেনার। এশিয়া কাপ সামনে রেখে জায়গা করে নিয়েছেন প্রাথমিক দলে। তবে চূড়ান্ত দলে জায়গা পেলেই টাইগারদের সঙ্গে আরব আমিরাতে যাবেন এই মারকুটে ওপেনার।
সৌম্যর পাশাপাশি প্রাথমিক দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। গত মে-জুনের পাকিস্তান সফরের পর থেকেই টি-টোয়েন্টি দলের বাইরে আছে বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে এশিয়া কাপ দিয়ে পুনরায় দলে ফেরার অপেক্ষায় এই টপ অর্ডার ব্যাটার।
এছাড়া সবশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে এই প্রাথমিক দলে নতুন মুখ নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।
টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের এশিয়া কাপে মোট ৮ দল অংশ নেবে। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। যেখানে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে টাইগাররা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংকে। লিটনের নেতৃত্বে আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এই সিরিজে খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চূড়ান্ত দল ঘোষণা করতে পারে বিসিবি।
এশিয়া কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, সাইফ হাসান মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, জাকির আলি অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ।
ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৫/বিটি
