
ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে পিএসজির কাছে ২-০ গোলে হারলেও বায়ার্ন মিউনিখের প্রধান আলোচনার বিষয় ছিল জামাল মুসিয়ালার গুরুতর চোট। ম্যাচের মাঝপথে ঘটা এই ঘটনা নিয়ে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ক্ষোভ উগড়ে দিয়েছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। দলের বাজে খেলার চেয়েও তিনি বেশি চিন্তিত ছিলেন মুসিয়ালার চোট নিয়ে।
বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার তো সরাসরি পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার দিকে অভিযোগের তীর ছুড়েছেন। তার মতে, মুসিয়ালার এই চোটের জন্য কিছুতেই দায় এড়াতে পারেন না ইতালিয়ান এই গোলরক্ষক। ন্যুয়ার জানান, ম্যাচের সময় দোন্নারুম্মাকে তিনি সরাসরি বলেছিলেন, ‘এমন পরিস্থিতিতে কারো ওভাবে যাওয়া ঠিক নয়। এটা ঝুঁকিপূর্ণ এবং সে প্রতিপক্ষকে চোটে ফেলার ঝুঁকি নিতে প্রস্তুত ছিল।’
যা ঘটেছিল সেদিন:
আটলান্টায় শনিবার দিজিরে দুয়ে ও উসমান দেম্বেলের গোলে বায়ার্নকে হারিয়ে পিএসজি ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠে। ম্যাচের বিরতির ঠিক আগে পিএসজির বক্সে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে গুরুতর চোট পান মুসিয়ালা। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে তিনি যখন ডিফেন্ডার উইলিয়ান পাচোকে চ্যালেঞ্জ জানাচ্ছিলেন, তখনই দোন্নারুম্মা দুর্ঘটনাবশত মুসিয়ালার পা মাড়িয়ে দেন। এতে তরুণ মিডফিল্ডার বাঁ পায়ের অ্যাঙ্কেলে খুব আঘাত পান এবং মাঠ ছাড়তে বাধ্য হন।
আরও পড়ুন:
» ইতিহাসের পাতায় জোকোভিচ, উইম্বলডনে শততম জয়ের মাইলফলক!
» এশিয়া কাপ হকিতে শক্তিশালী চীনকে হারিয়ে দিল বাংলাদেশ
কোম্পানি বলেন, ‘বিরতির সময় আমি খুব কমই এতটা ক্ষুব্ধ হই, নিজের খেলোয়াড়দের দিকে নয়। জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ। তবে এই ছেলেদের জন্য এটাই (ফুটবল) তাদের জীবন।’ তিনি আরও যোগ করেন, ‘জামালের মতো একজন এটাকে ঘিরেই বেঁচে থাকে… এবং যখন এমন কিছু এভাবে ঘটে যায়, তখন নিজেকে খুব নিরুপায় মনে হয়।’
দোন্নারুম্মা ঘটনার পরপরই বিচলিত হয়েছিলেন এবং পরে ইনস্টাগ্রামে মুসিয়ালার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেন।
বায়ার্ন মুসিয়ালার চোটের ধরণ বা তার মাঠের বাইরে থাকার সম্ভাব্য সময় নিয়ে এখনো কিছু জানায়নি। তবে জার্মান পত্রিকা বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, মুসিয়ালার সুস্থ হয়ে ফিরতে পাঁচ মাসের মতো সময় লাগতে পারে, যা বায়ার্ন এবং মুসিয়ালার ভক্তদের জন্য বড় দুঃসংবাদ।
ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৫/এফএএস
