চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইনকে ২–১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। তবে বিরতির আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুইজ দিয়াজ। বাকি সময় একজন কম নিয়ে খেলেও জয় ধরে রাখে বায়ার্ন।
চতুর্থ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন কলম্বিয়ান উইঙ্গার লুইজ দিয়াজ। পিএসজির ডিফেন্সের ভুলে বল পেয়ে কাছ থেকে গোল করেন তিনি। ৩২ মিনিটে মারকিনিওসের পা থেকে বল কেড়ে দ্বিতীয় গোল করেন দিয়াজ। ৪৫ মিনিটে আশরাফ হাকিমির ওপর ফাউল করলে ভিএআরের সহায়তায় লাল কার্ড দেখেন তিনি। প্রথমে হলুদ কার্ড দেখালেও পর্যালোচনায় সিদ্ধান্ত বদলান রেফারি মউরিসিও মারিয়ানি।
দ্বিতীয়ার্ধে ১০ জনের বায়ার্নের বিপক্ষে একের পর এক আক্রমণ বাড়ায় পিএসজি। ৭৪ মিনিটে হোয়াও নেভেস এক দুর্দান্ত কিকে ব্যবধান কমান। তবে এরপর গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের দৃঢ়তায় আর গোল পায়নি স্বাগতিকরা।
প্রথমার্ধে অফসাইডের কারণে বাতিল হয় ওসমান দেম্বেলের গোল। কিছুক্ষণ পরই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচে বায়ার্নের রক্ষণভাগে কিম মিন-জে ও উপামেকানো ভালো খেলেন।
এই জয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পিএসজি। ম্যাচ শেষে বায়ার্ন কোচ থমাস টুখেল বলেন, “দল শৃঙ্খলিতভাবে খেলেছে এবং কঠিন পরিস্থিতিতে ফল ধরে রেখেছে।” পিএসজি কোচ লুইস এনরিক জানান, “আমরা সুযোগ নষ্ট করেছি। এমন ম্যাচে ভুলের সুযোগ থাকে না। আশা করি সামনের ম্যাচগুলোতে এই ধরনের ভুলের পুনরাবৃত্তি ঘটবে না।”
ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৫/টিএ