
চলমান নারী বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। পাকিস্তানের বিপক্ষের দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে পরের দুই ম্যাচে টানা হেরে ব্যাকফুটে চলে গেল টাউগ্রেসরা। ইংল্যান্ডের পর এবার নিউজিল্যান্ডের কাছেও হারল লাল সবুজের দল।
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দারুণ এক সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ভাগ্য সায় দেয়নি জ্যোতিদেরকে। ইংল্যান্ডের বিশ্বমানের বোলিং লাইনআপের বিপক্ষে প্রতিরোধ গড়তে সক্ষম হয়েছিল বাংলাদেশের ব্যাটাররা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই কাজটা করতে পারেননি শারমিন-জ্যোতিরা।
আজ শুক্রবার (১০ অক্টোবর) নিউজিল্যান্ডের দেওয়া ২২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৯.৫ ওভারে ১২৭ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। তাতে ১০০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। চলতি আসরে এটি তাদের প্রথম জয়।
গুয়াহাটির উইকেটে সাধারণত বোলাররাই বেশি সুবিধা পেয়ে থাকেন। আর এই সুযোগটাই কাজে লাগাতে পারতেন বাংলাদেশের বোলাররা। শুরুতে সুযোগও পেয়েছিলেন রাবেয়া-ফাহিমারা। দলীয় ৩৮ রানেই ৩ উইকেট হারিয়েছিল কিউইরা। তবে কিউই অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুকি হ্যালিডের একশোর্ধ্ব রানেই জুটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
চতুর্থ উইকেট জুটিতে ১৬৬ বলে ১১২ রান যোগ করেন তারা। হ্যালিডে ১০৪ বলে ৬৯ রান করে আউট হন। অন্যদিকে ডিভাইন খেলেন ৮৫ বলে ৬৩ রানের কার্যকরী এক ইনিংস। এছাড়া সুজি বিটসের ২৯, ম্যাডি গ্রিনের ২৫ এবং অন্যান্যদের ছোট ছোট ক্যামিওতে ২২৭ রান তুলে কিউইরা।
বাংলাদেশের পক্ষে ১০ ওভারে এক মেডেনসহ ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন রাবেয়া। এছাড়া একটি করে উইকেট নেন মারুফা, নাহিদা, নিশি ও ফাহিমা।
বোলিংয়ে বাংলাদেশের পারফরম্যান্স কিছুটা সন্তোষজনক হলেও ব্যাটিং ছিল বেশ হতাশাজনক। কিউইদের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ৩৩ রানের মধ্যেই একে একে ফিরে যান টপ অর্ডার ও মিডল অর্ডারের ৬ ব্যাটার।
এরপর ফাহিমা-নাহিদা-রাবেয়ারা লড়াই করে শতরানের আগে অলআউটের লজ্জা থেকে বাঁচান দলকে। ফাহিমা ৮০ বলে খেলে ৩৪ রান করেন। বল হাতে দারুণ করা রাবেয়া ব্যাট হাতে ৩৯ বলে ২৫ রানের ইনিংস খেলেন। এছাড়া নাহিদার ৩২ বলে ১৭ রানের ইনিংসে ভর করে হারের ব্যবধান কমাতে সক্ষম হয় বাংলাদেশ।
নিউজিল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন জেস কের ও লিয়া তাহুহু। এছাড়া রোসম্যারি মেইর দুইটি এবং অ্যামেলিয়া কের ও ইডেন কার্সন একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ২২৭/৯ (৫০ ওভার)
বাংলাদেশ : ১২৭/১০ (৩৯.৫ ওভার)
ফলাফল : নিউজিল্যান্ড ১০০ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/বিটি
