Connect with us
ক্রিকেট

নাসুমের বলে পাকিস্তানকে ছক্কা মারার চেষ্টা না করতে বললেন বাসিত

Nasum Ahmed
নাসুম আহমেদ। ছবি- ক্রিকইনফো

চলতে এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে জয়ী দল নিশ্চিত করবে ভারতের সঙ্গে ফাইনালের স্লট। আর এমন ম্যাচে মাঠে নামার আগে পাকিস্তানকে কিছু বিষয়ে সতর্ক করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। এসময় তিনি প্রশংসা ঝরিয়েছেন টাইগার বোলার নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের।

নাসুমের বলে পাকিস্তানি ক্রিকেটারদের সাবধানী হতে বলেছেন বাসিত। তিনি বলেন, ‘বাংলাদেশের যে বাঁহাতি স্পিনার আছে না (নাসুম), সে খুব শার্প বোলার। খুব হিসাব করে বোলিং করে। মনে হয় যেন খুব হালকা বল করছে। না, তার বলে শক্তি আছে। সে ব্যাটারদের পা দেখে বল করে। পাওয়ার প্লেতে সে এলে ছক্কা মারতে যাওয়া উচিত নয়। চার মারা যায়, তবে ছক্কা মারতে গেলেই সমস্যা হবে। সে উইকেট নেওয়ার মতো বোলার।’

নাসুমের পাশাপাশি মুস্তাফিজকেও পাকিস্তানি ব্যাটারদের জন্য হুমকি হিসেবে দেখছেন বাসিত। ফিজের অভিজ্ঞতা এবং চলতি আসরের ধারাবাহিকতা মুগ্ধ করে বাসিত আলীকে। তিনি বলেছেন, ‘আর মুস্তাফিজুর রহমান আছে। সে স্লোয়ার বল খুব ভালো করে। তার অনেক ভালো অভিজ্ঞতাও আছে। আইপিএল খেলে, ভিন্ন লিগেও খেলে। কাজেই তাকে মোকাবেলা করা সহজ হবে না।’



গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজ দেশকেই এগিয়ে রাখছেন বাসিত, ‘ম্যাচে উভয় দলকে শুভকামনা জানাই, কিন্তু পরে বলব যে পাকিস্তানের এই ম্যাচটি জেতা উচিত এবং ফাইনাল ভারতের সাথে খেলা উচিত। অনেকেরই খুব ইচ্ছা আছে এমন ফাইনালের। কাগজে-কলমে পাকিস্তান মজবুত দল, তবে ম্যাচের কন্ডিশন বিবেচনায় যে কেউ জিততে পারে। মজা আসবে। আজ দর্শক বাংলাদেশের দিক থেকে বেশি আসবে।’

উল্লেখ্য, গতকাল বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় দল হিসেবে কারা উঠবে ফাইনালে সেটাও নিশ্চিত হবে আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে। রাত সাড়ে ৮টায় শুরু হবে এই খেলা। এই ম্যাচেও ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে পারেন লিটন দাস।

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট