Connect with us
ফুটবল

লিড নিয়েও ওমানের ক্লাবের কাছে হারল বসুন্ধরা কিংস

Bashundhara Kings lose to Omani club despite taking the lead.
আল সিবের কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরেছে বসুন্ধরা কিংস। ছবি-সংগৃহীত

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের খেলায় শুরুটা প্রত্যাশিত হলো না বসুন্ধরা কিংসের। ওমানের লিগ চ্যাম্পিয়ন আল সিবের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছে মারিও গোমেজের শিষ্যরা। লিড নিয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছে কিংসদের।

আজ শনিবার (২৫ অক্টোবর) ‘বি’ গ্রুপের ম্যাচে আল সিবের কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরেছে বসুন্ধরা কিংস। কুয়েতের আল সাবাহ স্টেডিয়ামে ম্যাচের এক পর্যায়ে ২-১ গোলে লিড নিয়েছিল বসুন্ধরা। তবে শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি ক্লাবটি। উল্টো আরও দুই গোল হজম করে মূল্যবান ৩ পয়েন্ট হাতছাড়া করে কিংসরা।

এদিন খেলতে নেমে শুরুতেই গোল হজম করে বসুন্ধরা। ম্যাচেফ ৭ মিনিটে নাসের আল-রওহির গোলে এগিয়ে যায় আল সিব। ম্যাচের ১১তম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন বসুন্ধরার লেফটব্যাক রিমন হোসেন। শুরুতেই বিপদে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বসুন্ধরা। তবে কিছুতেই ধরা দিচ্ছিল না সেই কাঙ্ক্ষিত গোল।



তবে বিরতিতে যাওয়ার কিছুক্ষণ আগে ম্যাচে ফেরে বসুন্ধরা। ম্যাচের ৪২তম মিনিটে রাফায়েল আগুস্তোর গোলে সমতায় ফেরে কিংসরা। এরপর ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরেই ফের আঘাত হানে বসুন্ধরা। ম্যাচের ৫৩তম মিনিটে বক্সের কাছ থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে বল জালে পাঠান জাতীয় দলের তারকা ফরোয়ার্ড রাকিব হোসেন। এই গোলে অ্যাসিস্ট করেন ডরিয়েল্টন। তাতে পিছিয়ে পড়ার পরও এক গোলের লিড নেয় কিংসরা।

তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। এর ৭ মিনিট পরেই ম্যাচে সমতা ফেরায় আল সিব। ম্যাচের ৬০তম মিনিটে সিবের হয়ে দ্বিতীয় গোলটি করেন জহির আল আঘবারি। এরপর ২-২ সমতায় কিছুক্ষণ চলতে থাকে ম্যাচটি। ম্যাচের ৭৭তম মিনিটে ফের বসুন্ধরার জালে আঘাত হাবে সিব। আব্দুল আজিজ আল মুকবালির গোলে লিড নেয় ওমানের এই ক্লাবটি।

পরবর্তীতে ম্যাচে ফেরার জন্য মিনিট বিশেক সময় পায় বসুন্ধরা। তবে এই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। আর গোল করতে না পারায় ৩-২ গোলের ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয়ে কিংসদের।

ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল