Connect with us
ফুটবল

আর্জেন্টাইন কোচ নিয়োগ দিলো বসুন্ধরা কিংস

Bashundhara Kings appoint Argentine coach
বসুন্ধরা কিংসের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মারিও গোমেজ। ছবি- সংগৃহীত

নতুন মৌসুমে বড় চমক দেখিয়ে ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬ মৌসুমের প্লে-অফের ম্যাচ সামনে রেখে কোচ হিসেবে তার নাম নিবন্ধন করেছিল ক্লাবটি। তবে ফারিয়াসের সঙ্গে মৌখিক চুক্তি হলেও শেষ পর্যন্ত তিনি বসুন্ধরায় না এসে ইরাকের ডুহক ক্লাবে যোগ দেন। তাই এবার নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা।

বসুন্ধরা কিংসের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আর্জেন্টাইন রবার্তো কার্লোস মারিও গোমেজ। অভিজ্ঞ এই কোচের অধীনেই ঘরোয়া ফুটবলে নতুন মৌসুম শুরু করবে কিংসরা। তার তিন দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুনভাবে শুরু করবে ক্লাবটি।

খেলোয়াড়ি জীবনে ডিফেন্ডার হিসেবে মাঠ মাতানো গোমেজ ১৯৯৫ সালে আর্জেন্টিনার লানুস ক্লাবে হেক্টর কুপারের সহকারী হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে পাড়ি জমান ইউরোপে। হেক্টর কুপারের সহকারী হিসেবে স্পেনের একাধিক ক্লাবের হয়ে কাজ করেছেন তিনি।



স্পেনের পর পাড়ি জমান ইউরোপের আরেক দেশ ইতালিতে। সেখানে সিরি আ’র জায়ান্ট ক্লাব ইন্টার মিলানে কুপারের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। সেই সুবাদে রোনালদো নাজারিও, ক্রিশ্চিয়ান ভিয়েরিদের মতো বিশ্বসেরা ফুটবলারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে গোমেজের।

পবর্তীতে হেড কোচ হিসেবে কাজ করেন গোমেজ। শুরুতে আর্জেন্টিনার বেশকিছু ক্লাবের হয়ে দায়িত্ব পালন করেন তিনি। দেশের বাইরে গ্রিস, ইকুয়েডর এমনকি এশিয়ার বেশকিছু দেশ- হংকং, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন ক্লাবের হয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে ৬৮ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচের। তাছাড়া মালয়েশিয়া জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুম। এই মৌসুম দিয়েই বসুন্ধরার হয়ে নতুন অধ্যায় শুরু হবে গোমেজের।

ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল