Connect with us
ক্রিকেট

জিম্বাবুয়েকে হারাতে স্পিন উইকেট বানানো নিয়ে বাশারের প্রশ্ন

Bangladesh vs Zimbabwe test match (1)
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টেস্ট। ছবি- সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে বাজেভাবে পরাজিত হয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজের তাই পরাজয়ের শঙ্কায় ছিল টাইগাররা। তবে পরের ম্যাচেই চট্টগ্রামে দারুন ভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় নাজমুল শান্তর দল।

তবে চট্টগ্রামে জয় নিয়েও উঠেছে প্রশ্ন। কেননা এই মাঠে জিম্বাবুয়েকে হারাতে বাংলাদেশকে তৈরি করতে হয়েছে স্পিন উইকেট। যদিও বিদেশের মাটিতে খেলার জন্য নিজেদের প্রস্তুত করতে প্রথম ম্যাচে বাউন্সি উইকেট তৈরি করেছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় টেস্টে আর তেমনটা করার সাহস পায়নি বাংলাদেশ।

আর তাই জিম্বাবুয়ের মত দেশের বিপক্ষে জয়ের জন্য পুরনো টেকনিকে আবার ফিরে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক টাইগার ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। আক্ষেপের স্বরে তিনি বলেন জিম্বাবুয়ের সঙ্গে যদি সাহসী ক্রিকেট খেলতে না পারে টাইগাররা, তবে আর কার সাথে সেই সাহস দেখাতে পারবে তারা।

ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘একটা ম্যাচের জন্য ব্যতিক্রম করা হয়েছে। হয়তো আমাদের একটা ম্যাচ জিততেই হতো, সেই চিন্তা থেকেই এমন উইকেট তৈরি হয়েছে। আমরা জানি যে, জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে এমন উইকেট বানালে আমরা জিতবই। তবে আমরা যে পুরনো চিন্তা থেকে বের হচ্ছিলাম, এটা আবার সেই দিকেই ফিরে যাওয়া হলো আরকি।’

আরও পড়ুন:

» আজ আত্মপ্রকাশ ঘটবে নতুন ক্রীড়া সংগঠনের

» সামিতকে জুনের ম্যাচ খেলাতে ফিফা ক্লিয়ারেন্সের শেষ সময় কবে?

এই সফরে আসার আগে ৪ বছর ধরে কোনো জয় পায়নি জিম্বাবুয়ে। সেই দলের বিপক্ষেও এমন ফর্মুলায় জয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বাশার, ‘আমরা দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এই ধরনের উইকেট তৈরি করলে সেটা যৌক্তিক হতো। কারণ, বড় দলগুলোর বিরুদ্ধে আমরা হোম কন্ডিশনের সুবিধা নেওয়ার চেষ্টা করতেই পারি। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে এমন উইকেট বানানো কতটা যৌক্তিক, সেটা নিয়ে প্রশ্ন থাকছে।’

অবশ্য এই বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আর চট্টগ্রামে তিন দিনের মাথায় শেষ হয়েছে দ্বিতীয় টেস্ট। জিম্বাবুয়ে বিপক্ষে টেস্ট সিরিজ ড্র এর পর সন্তুষ্ট না হওয়ার কথা জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেও।

ক্রিফোস্পোর্টস/৩মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট