Connect with us
ক্রিকেট

ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে না ফেরার দেশে বরিশালের ফিজিও

Barishal’s physio passes away after falling ill during the match.
ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন হাসান আহমেদ। ছবি- ফেসবুক

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বরিশাল দলের ফিজিও হাসান মাহমুদ। খুলনা-বরিশালের মধ্যকার ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যুবরণ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ বছর বয়সী হাসান।

আজ (সোমবার) এনসিএলের ২০২৫-২৬ মৌসুমের প্রথম রাউন্ডের ম্যাচে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলায় মাঠে নামে দুই দল। বেলা ১১টার দিকে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর খুলনার আদ–দ্বীন হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে সেখান চিকিৎসা না হওয়ায় আইসিইউর জন্য অন্য একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান এই ফিজিও।

হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে ক্রিকেট বোর্ড জানিয়েছে, বরিশাল বিভাগীয় দলের ফিজিও হাসান আহমেদের (৪৭) মৃত্যুতে গভীর শোক জানাচ্ছে বিসিবি। আজ খুলনায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালীন তৃতীয় দিনের খেলায় তিনি অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর সঙ্গে সঙ্গে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে দুঃখজনকভাবে তিনি মৃত্যুবরণ করেন।



হাসানের পরিবারের প্রতি শোক জানিয়ে বিসিবি বলেছে, তার পরিবার ও সহকর্মীদের প্রতি রইল গভীর সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করি।

আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে এই ম্যাচে কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ দল। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

আগামীকাল এনসিএলে মাঠে গড়াবে চতুর্থ দিনের খেলা। চতুর্থ দিনে মাঠে নামা দলগুলোও হাসান আহমেদের প্রতি শ্রদ্ধা জানাবে।

প্রসঙ্গত, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হাসান আহমেদ। এর বাইরেও তিনি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমস-এর (বিআরসিটিভি) প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন।

ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট