Connect with us
ক্রিকেট

তামিম বিপিএলে খেলবেন কিনা জানালেন বরিশালের মালিক

Barishal’s owner reveals whether Tamim will play in the BPL
ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সঙ্গে তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ দুই আসরে তামিম ইকবালের নেতৃত্বে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। তবে বিপিএলের পরবর্তী আসরে এই তারকাসমৃদ্ধ দলটির অংশগ্রহণ নিয়ে শঙ্কা জেগেছে। একইসঙ্গে দলটির অধিনায়ক তামিমেরও বিপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে বরিশাল ফ্রাঞ্চাইজির মালিক মিজানুর রহমান জানিয়েছেন, বরিশাল যদি বিপিএলে অংশ নেয়, তাহলে তামিমও বরিশালের বিপিএল খেলবেন। 

মূলত তামিম ক্রিকেট ছেড়ে বোর্ডের দায়িত্বে আসতে চেয়েছিলেন। সদ্য সমাপ্ত বিসিবি নির্বাচনে অংশ নিয়ে সভাপতি পদের জন্য লড়ার কথা ছিল তার। সে কারণে ক্রিকেট থেকে পড়ে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং দেশের বৃহৎ সংখ্যক ক্লাব নিয়ে ক্রিকেট বর্জনের ঘোষণাও দেন।

তবে সম্প্রতি ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে দেওয়া এক সাক্ষাতকারে মিজানুর রহমান জানিয়েছেন, ফরচুন বরিশাল এবারের বিপিএলে অংশ নিলে, তামিমও সেখানে খেলবেন।



মিজানুর বলেন, ‘আমার মনে হয় না যে তামিম বিপিএলে খেলবেন না। তিনি যে বয়কটের কথা বলেছিলেন সেটা সম্ভবত সাধারণ ক্রিকেট থেকে। তবে বিপিএল হলে আমি তাকে খেলার জন্য অনুরোধ করব। আমার মনে হয়, বরিশাল বিপিএলে অংশ নিলে তামিমও অংশ নেবেন।’

তবে বরিশালের বিপিএলে অংশ না নেওয়ার গুঞ্জন অনেকটা উঠিয়ে দিয়েছেন মিজানুর। তবে বিপিএলের প্রস্তুতির জন্য সময়টা খুবই কম। তাই মিজানুর চান, বিপিএল শুরুর সময়টা যেন আরেকটু বাড়ানো হয়, যাতে তারা ঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন।

মিজানুর বলেন, ‘বিপিএলে অংশ না নেওয়ার কথা আমরা বলিনি। যদি সময়টা পরিবর্তন হয়, তাহলে আমরা অবশ্যই খেলব। কারণ আমরা সবসময় ক্রিকেটের মধ্যেই ছিলাম। তবে এই অল্প সময়ের মধ্যে আমাদের মতো একটি দলের জন্য সবকিছু গোছানো বেশ কঠিন হবে। তাই আমরা চেয়েছিলাম সময়টা যেন একটু বাড়ানো হয়। আমি বিসিবিকেও জানিয়েছি যে সময়টা খুবই কম। আমাদের মতো দলের জন্য এই সময়ের মধ্যে প্রস্তুতি নেয়া প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে।’

গত আসরের চেয়ে কিছুটা আগে শুরু হবে এবারের বিপিএল। বিসিবি জানিয়েছে ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে আয়োজিত হতে পারে টুর্নামেন্টটির ১২তম আসর।

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট