Connect with us
ক্রিকেট

বিপিএলে অংশ নিতে না পারার কারণ জানিয়ে বরিশালের দুঃখপ্রকাশ

Barishal express regret over their inability to take part in the BPL.
বিপিএলে অংশ নিতে না পারায় দুঃখপ্রকাশ করেছে ফরচুন বরিশাল৷ ছবি- ফরচুন বরিশাল/ফেসবুক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে থাকছে না সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ২০২৬ আসরে অংশ নিতে না পারায় সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একইসঙ্গে অংশ নিতে না পারার কারণও জানিয়েছে ফ্রাঞ্চাইজিটি। 

আজ (শনিবার) ফরচুন বরিশালের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দিয়েছে ফরচুন বরিশাল। পোস্টের ক্যাপশনে তারা দুঃপ্রকাশ করে লিখেছে, ‘২০২৬ বিপিএলে আমাদের প্রিয় দল ফরচুন বরিশাল টুর্নামেন্টে অংশ নিতে না পারায় আমরা সত্যিই গভীরভাবে দুঃখিত। তবুও আমাদের ভালোবাসা ও সমর্থন ফরচুন বরিশাল-এর প্রতি সবসময় অবিচল থাকবে।’

ভিডিও বার্তায় ফ্রাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ২০২৬ সালের বিপিএলে আমরা অংশ নিচ্ছি না। কিছু সমস্যার কারণে, বিশেষ করে সময় স্বল্পতার কারণে। একমাসের মধ্যে বিপিএল করা (দল গোছানো) আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব নয়। তবে বিসিবির পক্ষে সম্ভব। এ কারণে আমরা আগামী আসর থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছি।’



মূলত গত মাসেই বিসিবি নির্বাচনের মধ্য দিয়ে নতুন বোর্ড গঠিত হয়েছে। নতুন বোর্ড দায়িত্বে আসার পরেই শুরু হয়েছে বিপিএলের প্রস্তুতি। তবে বিপিএল আয়োজনের জন্য এই সময়টাকে কম মনে হয়েছে ফরচুন বরিশালের। যে কারণে আগেই তারা জানিয়েছিল, বিপিএলের শুরুর সময় না পেছালে তারা অংশগ্রহণ করবে না। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। বিপিএল আয়োজনের সময় পরিবর্তন না করায় এবারের আসর থেকে নাম সরিয়ে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

তবে এবারের আসরে অংশ না নিলেও আগামী আসরে বিপিএলে ফিরতে চায় বরিশাল। মিজানুর বলেন৷ ‘যেহেতু আমরা এবারের বিপিএলে থাকছি না, আমরা আশা করি অতি শীঘ্রই অথবা সামনের বছর শক্তিশালী রূপে আপনাদের সামনে হাজির হবো৷ যেভাবে এখন রয়েছি সেভাবেই। আমি আশা করছি এই বিপিএলটা যেন বিসিবি অত্যন্ত সুন্দরভাবে করতে পারে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পরবর্তী বিপিএলে আসতে পারি।’

এবারের বিপিএলে অংশ নেবে পাঁচটি দল। প্রথমবারের মতো পাঁচ দল দিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। বরিশালের সঙ্গে এবার থাকছে না খুলনাও। সবশেষ আসর থেকে একই মালিকানার অধীনে এবার খেলবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। এছাড়া নতুন মালিকানার অধীনে খেলবে রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগং রয়েলস এবং সিলেট টাইটান্স।

ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট