Connect with us
ফুটবল

অভিষেক ম্যাচেই স্বপ্নভঙ্গ বার্সেলোনার তরুণ বিস্ময়বালকের

Dani Rodriguez injured
দানি রদ্রিগেজের ইনজুরি। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের ব্যস্ত সূচির ভায়াদোলিদের বিপক্ষে বেঞ্চ প্লেয়ারদের বাজিয়ে দেখার সুযোগ পেয়েছিলেন বার্সা কোচ হান্সি ফ্লিক। আর এতেই বার্সেলোনার জার্সিতে অভিষেক ঘটে যায় ১৯ বছর বয়সী বিস্ময়বালক দানি রদ্রিগেজের। তবে বিশেষ এই ম্যাচে সুখ দীর্ঘস্থায়ী হলো না তরুণ মিডফিল্ডারের।

অভিষেক ম্যাচে দারুন শুরু করেও ইনজুরির কবলে পড়ে মাঠ ছাড়তে হয়েছে দানি রদ্রিগেজকে। এদিন হান্সি ফ্লিকের শুরুর একাদশেই ছিলেন তিনি। তবে প্রথমার্ধেই কাধের চোটে পড়েন রদ্রিগেজ। ফলে বিরতিতে যাওয়ার দশ মিনিট পূর্বে কাধ এবং হাত ব্যান্ডেজে মুড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

Dani Rodriguez with bandage on shoulder

দানি রদ্রিগেজের কাধে ব্যান্ডেজ।

তরুণ এই ফুটবলার চোটের কবলে পড়লে এদিন সাময়িক সময়ের জন্য খেলা থামিয়ে মাঠেই তাকে চিকিৎসা দেয় মেডিকেল টিম। ফলে কিছু সময়ের জন্য বন্ধ ছিল খেলা। পরবর্তীতে ব্যান্ডেজ করা কাধ নিয়ে বিষন্ন মনে মাঠ ছেড়ে যান তিনি। তার পরিবর্তে বদলি হিসেবে মাঠে নামেন লামিনে ইয়ামাল।

আরও পড়ুন:

» মেসি-সুয়ারেজদের গোলে বড় জয় পেল মায়ামি

» পিছিয়ে পড়া ম্যাচে জয় তুলে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা

বেশ কিছুদিন যাবতীয় দানি রদ্রিগেজ বার্সেলোনা দলের সঙ্গেই ছিলেন। তবে সুযোগ মিল ছিল না মূল দলে খেলার। অবশ্য এর আগে বয়স হচ্ছে দলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়েছিলেন সকলের। এবার অবশেষে মূল দলে খেলার সুযোগ পেলেও নিজেকে মেলে ধরার আগেই ছিটকে গেলেন তিনি।

উল্লেখ্য, এদিন ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে বদলি নামা ফুটবলার রাফিনহা এবং ফেরমিন লোপেজের গোলে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের দারুন জয় তুলে নেয় কাতালানরা। ফলে লা লিগার দ্বিতীয় অবস্থানে থাকা রিয়ালের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সা।

ক্রিফোস্পোর্টস/৪মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল