Connect with us
ফুটবল

লা লিগায় গেতাফের বিপক্ষে বার্সেলোনার বড় জয়

বার্সেলোনা। ছবি- সংগৃহীত

ঝড়-বৃষ্টির বাধা কাটিয়ে মাঠে গড়ায় স্প্যানিশ লা লিগার বার্সেলোনা ও গেতাফের ম্যাচ। পুরো ম্যাচজুড়ে দাপট দেখিয়ে গেতাফেকে দমিয়ে রাখে কাতালানরা। ম্যাচের প্রথমার্ধে জোড়া গোল করে ঝলমলে এক রাত কাটান ফেরান তোরেস। তার এক গোলের অ্যাসিস্ট করেন দানি ওলমো, যিনি নিজেও একটি গোল করেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় বার্সেলোনার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে ৩-০ গোলে জয় তুলে নেয় বার্সেলোনা। মৌসুমের শুরুতে কিছুটা ছন্দপতন থাকলেও এদিন বার্সাকে দেখা যায় চিরচেনা রূপে।

চোটগ্রস্ত লামিনে ইয়ামালকে ছাড়াই টানা তৃতীয় ম্যাচে খেলতে নামা বার্সেলোনা শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখেন ফেরান তোরেস। প্রথমার্ধেই করেন দুটি গোল এবং একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। পুরো ম্যাচজুড়ে ছিলেন প্রাণবন্ত।



ফেরানের সঙ্গে ছন্দে ফেরেন দানি ওলমো। মৌসুমের শুরুতে অনিয়মিত থাকলেও এদিন দুর্দান্তভাবে একাদশে প্রত্যাবর্তন করেন তিনি। প্রথম গোলের পাস দেওয়ার পর নিজেও করেন তৃতীয় গোল। গেতাফে দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় হারে মাঠ ছাড়তে হয় তাদের।

পেদ্রি ও কুন্দের খেলা ছিল চোখে পড়ার মতো। তাদের বল নিয়ন্ত্রণ ও পাস বার্সাকে ম্যাচে আধিপত্য বিস্তারে সহায়তা করে। পুরো ম্যাচে বার্সেলোনার দখলে ছিল ৭১ শতাংশ বল। গোলের জন্য ১৬টি শট নেয় তারা, এর মধ্যে ৭টি ছিল লক্ষ্যে, আর তিনটি বল জড়ায় জালে।

লা লিগার সর্বশেষ দুই ম্যাচে ৯ গোল করে নিজেদের জাল অক্ষত রেখেছে বার্সেলোনা। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্র নিয়ে ১৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে দলটি। সমান ম্যাচে সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল