কয়েক মাস আগের লা লিগায় রিয়ালের কাছে হেরেছিল বার্সেলোনা। অক্টোবরে রিয়াল মাদ্রিদের কাছে হারার পর অপেক্ষায় ছিল ঘুরে দাড়ানোর। অবশেষে সৌদি আরবের জেদ্দায় সেই সুযোগ পেয়ে হাতছাড়া করেনি কাতালানরা। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে এল ক্লাসিকো ফাইনালে ৩–২ ব্যবধানে জিতে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখল বার্সেলোনা।
কিং আব্দুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রথম ৩০মিনিট দুই দলই খেলেছে সতর্ক বজায় রেখে । ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নেয় বার্সা। ৩৬তম মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় তারা। বক্সের ভেতরে জায়গা করে নিয়ে নিচু শটে গোল করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
তবে প্রথমার্ধের শেষটা হয় একদম নাটকীয়ভাবে। যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে রিয়াল সমতা ফেরায়। মাঝমাঠের কাছ থেকে বল নিয়ে গোল করেন এক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন তিনি।
এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে ফের এগিয়ে যায় বার্সেলোনা। পেনাল্টি এরিয়াতে জায়গা পেয়ে দুর্দান্ত গোল করেন লেভানডোভস্কি। কিন্তু বিরতির আগে আবারও সমতা ফেরায় রিয়াল। কর্নার থেকে আসা বলে রাফিনহাকে কাটিয়ে ফিরতি শটে গোল করেন গনসালো গার্সিয়া।
২–২ সমতায় দ্বিতীয়ার্ধ শুরু হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে বার্সার হাতেই চলে যায়। ৭৩তম মিনিটে আবারও রাফিনহার শট। যদিও শট দিতে গিয়ে তিনি পড়ে যান তবুও তার শট আটকানোর চেষ্টা করেন কোর্তোয়া। কিন্তু তার পায়ে লেগে গোল হয়ে যায়।
৭৬তম মিনিটে বদলি হিসেবে নামেন কিলিয়ান এমবাপে। হাঁটুর চোট কাটিয়ে ফেরা এই তারকা শেষ দিকে রিয়ালকে ফেরাতে পারেননি। বরং যোগ করা অতিরিক্ত সময়ে খেলার উত্তেজনা আরও বাড়ে। এমবাপ্পেকে ফাউল করে লাল কার্ড দেখেন ফ্রেঙ্কি ডি ইয়াং। ১০ জনের বার্সার ওপর চাপ বাড়ালেও শেষ মুহূর্তে গোলরক্ষক জোয়ান গার্সিয়ার দুটি দুর্দান্ত সেভে রিয়ালের গোলের সম্ভাবনা শেষ হয়ে যায়।
বার্সেলোনার এটি স্প্যানিশ সুপার কাপের ১৬তম শিরোপা। ২০১১ সালের পর প্রথম দল হিসেবে এই ট্রফি ধরে রাখার কৃতিত্বও এখন কাতালানদের। রিয়ালের বিপক্ষে আরেকটি এল ক্লাসিকো জয় দিয়ে মৌসুমে নিজেদের কর্তৃত্বের বার্তাই দিয়ে রাখল দিল জাভির দল।
ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৬/টিএ
