Connect with us
ফুটবল

‘ইন্টার’ পরীক্ষায় ফেল করে বার্সেলোনার টার্গেট এল ক্লাসিকো

Hansi Flick try to motivate Barcelona after loss
ম্যাচ হেরে বার্সা কোচের ঘুরে দাঁড়ানোর বার্তা। ছবি- সংগৃহীত

অপেক্ষার অবসান ঘটানো হলো না বার্সেলোনার। নানা নাটকীয়তায় ভরা ম্যাচে ইন্টার মিলানের কাছে পরাজিত হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে গেল তারা। তবে এখান থেকে পুনরায় ঘুরে দাঁড়াতে চায় বার্সেলোনা। দলটির কোচ হ্যান্সি ফ্লিকের টার্গেট এখন রিয়াল এল ক্লাসিকো।

গতকাল রাতে ম্যাচের ৮৭তম মিনিটে ৩-২ গোলের লিড নিয়েছিল বার্সেলোনা। তবে সেই ম্যাচের যোগ করা সময়ে গোল করে ম্যাচকে অতিরিক্ত সময় নিয়ে যায় মিলান। সেখানে আরও এক গোল করে ৪-৩ গোলের জয় নিশ্চিত করে তারা। এর আগে সেমির প্রথম লেগে ৩-৩ গোলে ম্যাচ হয়েছিল ড্র।

এদিন ম্যাচ শেষে নিজের হতাশা প্রকাশ করেন বার্সেলোনার কোচ ফ্লিক। তবে থেমে না গিয়ে এখান থেকে ঘুরে দাঁড়াতে চান তিনি। আগামী ১১ মে লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তাদের। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর এবার বার্সা কোচ জানালেন তাদের পরবর্তী লক্ষ্য লা লিগার সেই ‘এল ক্লাসিকো’।

আরও পড়ুন:

» ৭০ বছরের ইতিহাসে প্রথম! বার্সা-মিলান সেমিতে বিরল ঘটনা

» ৭ গোলের নাটকীয় ম্যাচে বার্সাকে কাঁদিয়ে ফাইনালে মিলান

হ্যান্সি ফ্লিক বলেন, ‘হারলেও থেমে থাকা যাবে না। এই মৌসুম এবং তার পরেও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে যেহেতু সামনে এল ক্লাসিকো আসছে। দলকে আমি জাগিয়ে তুলব।’

ফলাফল দেখে হতাশ হলেও দলের পারফরম্যান্সকে দোষারোপ করতে চান না বার্সা কোচ, ‘আমি হতাশ। তবে খেলোয়াড় অথবা তাদের পারফরম্যান্স নিয়ে নয়। তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে আর সেটা দেখাই গেছে। পরের বছর আবারও চেষ্টা করব এবং ক্লাব ও ভক্তদের খুশি করার চেষ্টা করব।’

লা লিগার চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৪টি করে ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। যেখান থেকে ৭৯ পয়েন্ট নিয়ে তালিকার শেষ রয়েছে বার্সা। আর ৭৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের অবস্থান পোক্ত করতে রিয়ালের বিপক্ষে আসন্ন ম্যাচ বার্সেলোনার জন্য বেশ গুরুত্বপূর্ণ।

ক্রিফোস্পোর্টস/৭মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল