
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের বিপক্ষে আজ রাতে মাঠে নামবে বার্সেলোনা। এর আগে প্রথম লেগের খেলায় ৩-৩ গোলে ড্র করেছিল কাতালনরা। তবে আজ এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সুখবর পেয়েছে বার্সা।
গেল চার ম্যাচে ইনজুরির কারণে দলে ছিলেন না তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। হ্যামস্ট্রিং চোটের কারণে মিস করেছেন কোপা দেল রে’র ফাইনাল। চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগের খেলায়ও ছিলেন না চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪০ গোল করা এই ফুটবলার। তবে বার্সা সমর্থকদের জন্য স্বস্তি, আজ মাঠে ফিরছেন এই পোলিশ তারকা।
এরই মধ্যে ইনজুরি কাটিয়ে দলে ফিরে অনুশীলনে যোগ দিয়েছেন লেভানডভস্কি। আজ রাত বাংলাদেশ সময় ১টায় ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা ফুটবলারের দলে সংযোজন নিঃসন্দেহে বার্সেলোনার জন্য স্বস্তির বিষয়।
আরও পড়ুন:
» দুই প্রবাসী নিয়ে শিরোপার লক্ষ্যে আজ ভারত যাবে বাংলাদেশ
» রিয়ালের সঙ্গে আনচেলত্তির সমঝোতা, কবে যোগ দেবেন ব্রাজিলে?
তবে নিজেদের ডিফেন্স লাইনস নিয়ে বেশ চিন্তিতই থাকার কথা বার্সেলোনার। লেফট ব্যাক আলেহান্দ্রো বালদে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় খেলতে পারবেন না আজ। আর রাইটব্যাক জুল কুন্দেও হ্যামস্ট্রিং চোটের কারণে এই ম্যাচে থাকছেন না। এছাড়া মার্ক কাসাদো, পাবলো তোরে এবং দীর্ঘদিনের চোটে থাকা মার্ক বেরনালও দলে ফিরতে পারেননি।
ক্রিফোস্পোর্টস/৬মে২৫/এফএএস
