Connect with us
ফুটবল

বাংলাদেশের শোকে সামিল হলো বার্সেলোনা, পাঠালো শোক বার্তা

শোক প্রকাশ করেছে এফসি বার্সেলোনা। ছবি- সংগৃহীত

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছে স্কুলের অনেক শিক্ষার্থী। এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্প্যানিশ জায়ান্ট ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা।

ঢাকা থেকে বার্সেলোনার দূরত্ব প্রায় ৮ হাজার কিলোমিটার। কিন্তু এই দূরত্ব ছাপিয়েও ঢাকাবাসীর শোক-বেদনায় সামিল হয়েছে কাতালান ক্লাবটি। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় তারা পাঠিয়েছে এক আনুষ্ঠানিক বার্তা।

দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে একটি অফিসিয়াল চিঠি পাঠিয়েছে বার্সেলোনা ক্লাব। চিঠিটি পাঠানো হয়েছে ক্লাবটির বাংলাদেশের অফিসিয়াল সমর্থক সংগঠন ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা’-এর কাছে।

চিঠিটি বুধবার বার্সেলোনা থেকে ঢাকায় পাঠানো হয়। এতে স্বাক্ষর করেছেন ক্লাবটির বোর্ড সদস্য ও সামাজিক কার্যক্রম বিষয়ক পরিচালক জোসেপ ইগ্নাসি মাসিয়া, এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বোশ।


আরও পড়ুন 

» পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে কাল মাঠে নামছে বাংলাদেশ

»বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (২৪ জুলাই ২৫)

 


চিঠিতে লেখা হয়- সম্প্রতি ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এই ট্র্যাজেডিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন থাকবে।

দিয়াবাড়ির এই দুর্ঘটনায় মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে সারাদেশে। ক্রীড়াঙ্গন থেকেও এসেছে শোকবার্তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), জাতীয় দলের ক্রিকেটার ও ফুটবলারসহ অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। বিদেশি খেলোয়াড়রাও এই ঘটনায় তাদের সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা’ হলো বার্সেলোনা ফুটবল ক্লাবের বাংলাদেশের স্বীকৃত সমর্থক সংগঠন। ক্লাবের ভাবমূর্তি রক্ষা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেয় সংগঠনটি।

ক্রিফোস্পোর্টস/২৪জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল