
প্রতিপক্ষ রিয়াল ওভিয়েদোর মাঠে খেলতে নেমে প্রথমে ছন্নছাড়া হলেও আবার খেলায় ফিরে আসে বার্সেলোনা। শুধু ফিরেই আসেনি, ম্যাচ জিতে নিয়েছে দাপটের সাথেই। ৩-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়ে আনল কাতালানরা।
গতকাল বৃহস্পতিবার রিয়াল ওভিয়েদোর মাঠে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণে থাকলেও শেষটা সুন্দর করতে পারছিল না বার্সেলোনা। পরে হুয়ান গার্সিয়ার ভুলে পিছিয়ে পড়ে তারা। এরপর তিন গোল করে নিজেদের জয় নিশ্চিত করেন এরিক গার্সিয়া, রবার্ট লেভানদভস্কি ও রোনাল্ড আরাউহো।
ম্যাচে ৮০ শতাংশ বল ছিল বার্সার পায়ে, জালের উদ্দেশ্যে শট নেয় ২০টি। তবে এর মধ্যে ১০টি ছিল লক্ষ্যে।
অপরদিকে ওভিয়েদো ৭টি শট নেয়, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। ম্যাচ শুরুর তিন মিনিটে ক্রসবারের উপর দিয়ে শট নেন দানি ওলমো। ম্যাচের ২৫ মিনিটে মার্কাস রাশফোর্ড ও রাফিনিয়ার শট আটকান ওভিয়েদোর গোলরক্ষক। ৩০ মিনিটে রাফিনিয়ার আরেকটি শট ক্রসবারে লেগে ফিরে আসে।
তবে ভুল করে বসেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। সতীর্থকে বল দিতে গিয়ে প্রতিপক্ষের পায়ে বল তুলে দেন। সুযোগে ৪০ গজ দূর থেকে শট নিয়ে গোল করে ওভিয়েদো। তবে ৫৫ মিনিটে সমতায় ফেরে বার্সা। এরপর থেকে একের পর এক আক্রমণে আসে বার্সা। ৮৮ মিনিটে ৩-১ ব্যবধান গড়ে কাতালানরা।
ম্যাচে জয় নিয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে দলটি। সমান ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৫/এনজি
