Connect with us
ফুটবল

ফেলিক্সর দুর্দান্ত গোলে বার্সার জয়

Barcelona vs Cádiz
জয়ের পর বার্সা খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি - গুগল

ফেলিক্সর দুর্দান্ত গোলে কাদিজকে হারিয়ে জয়েরধারা বজায় রেখেছে বার্সেলোনা। গত রাতে লা লিগার ম্যাচে কাদিজকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা। এই জয়ে টানা ১০ ম্যাচে অপারাজিত রয়েছে জাভি হার্নান্দেজের দল।

কাদিজের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক হয়ে খেলতে থাকে দুই দল। ম্যাচের ৩৯ মিনিটে ফেলিক্স দুর্দান্ত এক ওভারহেড কিকে এগিয়ে যাই বার্সা। এর মিনিট চারেক পর সুযোগ আসে ব্যবধান দ্বিগুন করার কিন্তু তা আর হয়নি। প্রথম হাফে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা।

ম্যাচে দ্বিতীয় হাফে হুয়ানমি আবারো কাদিজের জালে বল জড়ান। কিন্তু অফসাইসের ফলে বাতিল হয় সে গোল। খেলা শেষের দিকে অনেক চেষ্টা করেও বার্সার রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়ে কাদিজ।

৩১ ম্যাচে ২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বার্সা। একইদিনে আরেক ম্যাচে মায়োর্কাকে ১-০ গোলে হারিয়ে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল।

আরও পড়ুন: নেইমারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন সাবেক কোচ

ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৪/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল