রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা, খেলার মাঠে যেমন উত্তাপ ছড়ায় তেমনই উত্তাপ থাকে মাঠের বাইরেও। দুই স্প্যানিশ জায়ান্টের সম্পর্ক বরাবর বিরোধের। তবে অন্য যেকোনো সময়ের চেয়ে সম্প্রতি খানিকটা বেশি দ্বন্দ্বে জড়িয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট।
কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি অভিযোগ তুলে পরিস্থিতি উত্তপ্ত করে তুলছেন বার্সা-রিয়ালের সভাপতি। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই ক্লাবের বিরোধের কারণ রেফারি। দু’পক্ষই একে অন্যকে রেফারির অবৈধ সুবিধা পাওয়া নিয়ে পাল্টাপাল্টি দোষারাপ করে আসছে। এবার বিতর্কের আগুন উসকে দিলেন বার্সা সভাপতি হোয়ান লাপাের্তা।
লা লিগার রেফারি নিয়ে প্রায়ই অভিযোগ জানায় রিয়াল মাদ্রিদের অফিসিয়াল টিভি ‘আর এম টিভিকে’। রিয়ালের নিজস্ব এই চ্যানেলের সমালোচনা করে লাপাের্তা বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ তাদের ক্লাবের চ্যানেল আরএমটিভি-এর মাধ্যমে প্রভাব প্রয়োগের চেষ্টা করছে। তাদের উচিত তাদের নিজস্ব চ্যানেল রেফারিদের বিষয়ে কী করে তা দেখা। কারণ তারা সেটি খুবই তীব্র এবং অযৌক্তিকভাবে করে।’
রেফারির কমিটিতে রিয়াল মাদ্রিদের কোনো না কোনো সদস্য সবসময়ই প্রভাব রাখে বলে মন্তব্য করেন লাপাের্তা, ‘রেফারিদের কমিটির ৭২ বছরের ইতিহাসে সবসময়ই একজন সদস্য রিয়াল মাদ্রিদ থেকে এসেছে। মাদ্রিদের প্রভাব অনেক ক্ষমতা রাখে। জয় পেতে আমাদের সবসময়ই ভালো লাগে, কারণ জয় তখন আরও মূল্যবান হয়ে ওঠে।
বার্সার বিরুদ্ধে রেফারির সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ আছে। ‘নেগ্রেইরা কেস’ নামে পরিচিত এই মামলা এখনো আদালতে বিচারাধীন। কাতালান ক্লাবটির বিরুদ্ধে ওই অভিযোগ নিয়ে সমসময় সরব রিয়াল মাদ্রিদ। কদিন আগে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তো বার্সার সোনালী প্রজন্মের সাফল্য নিয়েই প্রশ্ন তুলেন।
বার্সা সভাপতি ক্লাবের বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, এটি চলতেই থাকবে যতক্ষণ না বিচারক বলেন ‘যথেষ্ট হয়েছে’। আমরা আইনগত পথে রয়েছি, এবং সব সিদ্ধান্ত স্পষ্টভাবে দেখিয়েছে যে বার্সেলোনা রেফারিদের কেনেনি এবং কোনো ভুল করেনি।’
লাপাের্তার মতে কোনো একটি পক্ষ এই মামলা টিকিয়ে রাখতে চায়, ‘আমাদের বিচার করা হয়েছে তখনও যখন আমরা আদালতে যাইনি। আমি নিশ্চিত বার্সেলোনা সম্পূর্ণভাবে মুক্তি পাবে। এমন কিছু পক্ষ আছে যারা এই মামলাকে জীবিত রাখতে চায়। তারা বলে আসছে, বার্সেলোনা রেফারিদের থেকে সুবিধা পেয়েছে, এটি একেবারেই মিথ্যা।’
চলতি মৌসুমটা বেশ ভালই কাটাচ্ছে বার্সেলোনা। এল ক্লাসিকো হারের পরও লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লামিনে ইয়ামাল-রাফিনহারা। তবে চ্যাম্পিয়ন্স লিগে সুবিধা করতে পারছে না তাঁরা। ইউরোপ সেরা প্রতিযোগিতার চলতি আসরে ৫ ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/এআই