রবিবার রাতে আকস্মিকভাবে ক্যাম্প ন্যু পরিদর্শনে যান লিওনেল মেসি। পরে এক সাক্ষাৎকারে স্বীকার করেন যে, তিনি ও তার পরিবার বার্সেলোনাকে মিস করেন।
এরপরই গুঞ্জন ওঠে, বার্সেলোনায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। তবে এবার মেসির প্রত্যাবর্তনের গুঞ্জন কে উড়িয়ে দিলেন বার্সেলোনা সভাপতি। জানালেন, নিজের সভাপতিত্বকালে লিওনেল মেসির বার্সেলোনায় ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।
সম্প্রতি ইন্টার মিয়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন মেসি। তাই খেলোয়াড় হিসেবে মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে তিনি এক সাক্ষাৎকারে উল্লেখ্য করেন যে, তিনি ও তার পরিবার বার্সেলোনা শহরকে খুব মিস করেন, যেখানে তারা বড় হয়েছেন; এখনো তিনি আগের সেই বাড়ির মালিক।
রবিবার কাউকে না জানিয়েই ক্যাম্প ন্যু তে পা রাখেন মেসি, তখন ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই জানত না। সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দেখতে বাইরে ছিলেন ক্লাব সভাপতি লাপোর্তা।
কাতালোনিয়া রেডিওতে এক সাক্ষাৎকারে এ বিষয়ে লাপোর্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি জানতাম না সে আসছে, কিন্তু স্পোটিফাই ক্যাম্প ন্যু তারই ঘর। যখন আমাকে বলা হলো কীভাবে ব্যাপারটা ঘটেছে, তখন বুঝলাম এটা একেবারেই হঠাৎ নেওয়া সিদ্ধান্ত। সে রাতের খাবার শেষ করে কয়েকজন বন্ধুর সঙ্গে চলে এসেছিল।’
লাপোর্তা মেসির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজন করতে চান, যাতে তিনি বার্সেলোনা সমর্থকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারেন। সভাপতি আরও চান, সংস্কার শেষে নতুন করে উদ্বোধন হতে যাওয়া ক্যাম্প ন্যু মেসির হাতেই উদ্বোধন হোক।
মেসির দ্বারা ক্যাম্প ন্যু উদ্বোধনের বিষয়ে লাপোর্তা বলেন, ‘লিও যেন বিশ্বের সবচেয়ে সুন্দর শ্রদ্ধা পায়, সেটাই ন্যায্য। সংস্কার শেষে আমাদের স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে ১ লক্ষ ৫ হাজার দর্শক। আমরা চাই, সেদিন লিও থাকুক। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং বিশ্বের সেরা ফুটবল প্রদর্শনের সুযোগ করে দিতে কাজ করছি।’
মেসির প্রতি সম্মান জানাতে আগ্রহী হলেও খেলোয়াড় হিসেবে তাকে আবার দলে নেওয়ার প্রশ্নে একদমই আগ্রহী নন লাপোর্তা। তিনি বলেন, ‘ঘটনাগুলো যেমন ঘটেছিল, তা আমাদের প্রত্যাশামতো ছিল না। যদি কোনোভাবে এই শ্রদ্ধা নিবেদন অতীতের অসম্পূর্ণতা কিছুটা হলেও পূরণ করতে পারে, সেটাই ভালো হবে। তবে একজন খেলোয়াড় হিসেবে তার ফিরে আসা নিয়ে কোনো জল্পনা করা অনুচিত।’
ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/এআই