Connect with us
ফুটবল

১৫ বছর আগে মেসিরা পারেননি, এবার পারবেন রাফিনিয়ারা?

Barcelona vs Inter Milan
সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাতে মুখোমুখি ইন্টার মিলান ও বার্সেলোনা। ছবি- সংগৃহীত

দেড় দশক পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি বার্সেলোনা ও ইন্টার মিলান। দেড় দশক আগে মেসি-জাবিদের বার্সাকে সেমিফাইনাল থেকে বিদায় করে ফাইনালে পা রেখেছিল নেরাজ্জুরিরা। তবে এবারও কি ২০১০ সালের পুনরাবৃত্তি হবে, নাকি নতুন গল্প লিখবেন রাফিনিয়া-ইয়ামালরা।

দেড় দশক আগে পেপ গার্দিওলার বার্সেলোনাকে বিশ্বের সবচেয়ে ভয়ংকর ক্লাব হিসেবে বিবেচনা করা হতো। সে সময় লিওনেল মেসি, জাবি হার্নান্দেজ, জ্বালাতন ইব্রাহিমোবিচ, পিকে, পুয়োল, দানি আলভেজের মতো তারকারা খেলতেন বার্সার হয়ে। তবে এই তারকাসমৃদ্ধ দলকেই হারিয়ে দিয়েছিল হোসে মরিনহোর ইন্টার মিলান।

সেমিফাইনালের প্রথম লেগে সান সিরোতে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় ইন্টার মিলান। এরপর দ্বিতীয় লেগে আর ঘুরে দাঁড়াতে পারেনি বার্সা। ন্যু ক্যাম্পে ১-০ গোলের ব্যবধানে জয় পেলেও দুই লেগ মিলিয়ে (৩-২) এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে পা রেখেছিল নেরাজ্জুরিরা।

আরও পড়ুন:

» বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন সামিত সোম

» আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন বাংলাদেশ অধিনায়ক 

তবে এবার সেই দেড় দশক আগের ইতিহাস বদলানোর সুযোগ রয়েছে বার্সেলোনার সামনে। যদিও ঘরের মাঠে প্রথম লেগে কোনো অ্যাডভান্টেজ ধরে রাখতে পারেনি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। প্রথম লেগে ঘরের মাঠে ৩-৩ গোলে ড্র করেছে বার্সা। তাই ইতিহাস বদলে নতুন গল্প লিখতে আজ সান সিরোতে জিততে হবে রাফিনিয়া-ইয়ামালদের।

তবে সান সিরো থেকে জয় নিয়ে ঘরে ফেরাটা মোটেও সহজ হবে না বার্সার জন্য। কেননা ঘরের মাঠে বেশ শক্তিশালী ইন্টার। চলতি মৌসুমেও বেশ দুর্দান্ত খেলছে সিমোনে ইনজাঘির দল। তাছাড়া নেরাজ্জুরি দর্শকদের সামনে এগিয়েই থাকবে দলটি।

অন্যদিকে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনাও রীতিমতো উড়ছে। ক’দিন আগেই কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছে দলটি। তাই ইন্টারের বিপক্ষেও ইতিহাস বদলানোর মিশনেই মাঠে নামবে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে মুখোমুখি হবে ইন্টার মিলান ও বার্সেলোনা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/৬মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল