বার্সার সাথে চুক্তি নবায়ন করছেন না ৩৭ বছর বয়সী পোলিশ গোলমেশিন রবার্ট লেভানদভস্কি। তাই, প্রায় নিশ্চিতভাবেই আগামী শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন দলবদলে কাতালান ক্লাবটি ছাড়ছেন তিনি।
লেভানদভস্কির ক্লাব ছাড়ার গুঞ্জনে সৌদি লিগের ক্লাবগুলো লাইনে দাঁড়িয়েছে এই তারকা ফুটবলারকে দলে ভেড়ানোর জন্য।
এদিকে লেভানদভস্কির জায়গায় নির্ভরযোগ্য স্ট্রাইকারের খোঁজে আছে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের প্রতিবেদন মতে, কাতালানদের পছন্দের তালিকায় উপরের দিকে আছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।
কেইনের সঙ্গে বায়ার্ন মিউনিখের চুক্তি ২০২৭ সালে জুন পর্যন্ত। প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনার আগ্রহ সম্পর্কে কেইন অবগত হলেও ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মৌসুম শেষ হওয়ার পর।
তবে, বার্সায় কেইনের বেতন দাবি সমস্যা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বায়ার্নে বছরে প্রায় ২৫ মিলিয়ন ইউরো আয় করা কেইনের বেতন দিতে বড় সমস্যায় পড়তে হতে পারে অর্থনৈতিক চাপে থাকা বার্সার।
লেভানদভস্কিকে পেতে বড় অঙ্কের অর্থ দিতে রাজি সৌদি ক্লাবগুলো। এই পোলিশ তারকাকে বড় অঙ্কে বিক্রি করতে পারলে কেইনকে ভেড়ানো কিছুটা সহজ হতে পারে তাদের জন্য।
ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৫/এআই