Connect with us
টেনিস

ওয়ার্ল্ড টেনিস ট্যুরের সেমিতে থামলেন বাংলাদেশের জারিফ

Jarif Abrar in Tennis
ওয়ার্ল্ড টেনিস ট্যুরের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন বাংলাদেশের জারিফ আবরার। ছবি- সংগৃহীত

৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ ঢাকা প্রতিযোগিতায় থেমে গেল লাল-সবুজের প্রতিনিধি জারিফ আবরারের স্বপ্নযাত্রা। থাইল্যান্ডের আরিয়াপোল রিকুলের বিপক্ষে সেমিফাইনালে ২-০ সেটে হেরে বিদায় নিতে হয়েছে তাকে। এতে টুর্নামেন্টের ফাইনাল খেলার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল জারিফের।

আজ বৃহস্পতিবার রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই সেমিফাইনালে আরিয়াপোল রিকুলের কাছে হেরে বাংলাদেশে আয়োজিত ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন জারিফ। তবে এর আগে কোয়ার্টার ফাইনালে জয়ের পর চ্যাম্পিয়ন হওয়ার আশা প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্র ফেরত এই তরুণ টেনিস খেলোয়াড়।

গতকাল টুর্নামেন্টের টানটান উত্তেজনাপূর্ণ এক কেয়ার্টার ফাইনাল ম্যাচে দ্বিতীয় র‌্যাঙ্কিংধারী ভারতীয় খেলোয়াড় শৌনক চ্যাটার্জিকে ২-১ সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন জারিফ। পিছিয়ে পড়া সেই ম্যাচে অসাধারণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে আজ শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারলেন না থাইল্যান্ডের রিকুলের বিপক্ষে।



এর আগে গেল সপ্তাহেই রাজশাহীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনূর্ধ্ব–১৮ টুর্নামেন্টে নতুন ইতিহাস লিখেছেন বাংলাদেশের তরুণ খেলোয়াড় জারিফ আবরার। টুর্নামেন্টের বালক এককের ফাইনালে থাইল্যান্ডের টপসিড নাপাত পাটানালের থাপানকে সরাসরি ২-০ সেটে হারিয়ে আইটিএফের কোনো প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে একক শিরোপা জিতেছিলেন তিনি।

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in টেনিস