Connect with us
টেনিস

টেনিসে প্রথমবারের মত ইতিহাস গড়লেন বাংলাদেশের জারিফ

টেনিস তারকা জারিফ
টেনিস তারকা জারিফ আবরার। ছবি: সংগৃহীত

রাজশাহীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনূর্ধ্ব–১৮ টুর্নামেন্টে নতুন ইতিহাস লিখেছেন বাংলাদেশের তরুণ খেলোয়াড় জারিফ আবরার। টুর্নামেন্টের বালক এককের ফাইনালে থাইল্যান্ডের টপসিড নাপাত পাটানালের থাপানকে সরাসরি ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এই জয়ে আইটিএফের কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশি খেলোয়াড় একক শিরোপা জিতলেন।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় বালক ও বালিকা এককের দুটি ফাইনাল ম্যাচ। ২ নম্বর কোর্টে জারিফের প্রতিপক্ষ ছিলেন থাইল্যান্ডের নাপাত থাপান। শুরু থেকেই দারুণ ভাবে খেলেন জারিফ। প্রথম সেট জিতে নেন সহজেই। দ্বিতীয় সেটে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত দুর্দান্তভাবে ফিরে আসেন তিনি। অবশেষে ২-০ সেটে জয় নিশ্চিত করেন এই তরুণ। শেষ পর্যন্ত থাপানকে হার মানিয়ে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেন তিনি।

অন্যদিকে বালিকাদের ফাইনালটিও ছিল সমান প্রতিযোগিতাপূর্ণ। তিন ঘণ্টার লড়াইয়ে চীনের জিজি ইয়ান মালদ্বীপের আরা আসাল আজিমকে ৭-৫, ৩-৬, ৬-৩ এ হারিয়ে চ্যাম্পিয়ন হন।



খেলা শেষে রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদ এনডিসি। উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান, বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আরশাফুজ্জামান খান এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমানসহ আরও অনেকে।

উল্লেখ্য, এই জয়ে শুধু রাজশাহী নয়, পুরো দেশের টেনিসপ্রেমীরা গর্বিত। কারণ, জারিফ আবরারের এই অর্জন বাংলাদেশের টেনিস ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে। কোচ ও কর্মকর্তারা বলছেন, এই সাফল্য দেশের তরুণ টেনিস খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে।

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in টেনিস