বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে শেষ পর্যন্ত জয় হয়েছে বৃষ্টির। প্রথম দুই ম্যাচে ফলাফল আসলেও, শেষের তিন ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর ফলে ১-১ সমতায় ড্র হয়েছে সিরিজটি।
প্রথম চার ম্যাচ পর সিরিজে ১-১ সমতা বিরাজ করছিল। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ছিল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। এই ম্যাচে যারা জয় পেতো, তাদের পক্ষেই যেত সিরিজের ফলাফল। তবে তৃতীয় ও চতুর্থ ম্যাচের মতো শেষ ম্যাচেও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। ভারী বৃষ্টির কারণে কোনো বলই মাঠে গড়ায়নি। এর ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এর আগে জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৭ রানের বিশাল জয় তুলে নিয়েছিল টাইগার যুবারা। আগে ব্যাট করতে নেমে ২৯২ রান তুলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাট করতে নেমে ২০৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
এরপর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। বাংলাদেশের দেয়া ২৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। এরপর তৃতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছিল বাংলাদেশ। এরপরেই শুরু হয় বৃষ্টি। পরবর্তীতে বৃষ্টি আর না থামায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সিরিজের চতুর্থ ম্যাচেও ঘটেছিল একই ঘটনা। এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার আগ পর্যন্ত ৪৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৯ রান তুলেছিল ইংলিশরা। বৃষ্টির কারণে পরবর্তীতে আর মাঠে গড়ানি ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৫/বিটি