Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখা যাবে ১৩৫ টাকায়

Bangladesh’s World Cup match can be watched in Kolkata for 135 taka.
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আগামী বছরেত ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ভারত ও শ্রীলঙ্কার ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের। সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্ব আসরকে সামনে রেখে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) টিকিটের মূল্য প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতে সর্বনিম্ন ১০০ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১৩৫ টাকায় দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ। অন্যদিকে শ্রীলঙ্কায় টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ১০০০ লঙ্কান রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ টাকা।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়। আর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। মাত্র ১০০ রুপি খরচ করেই কলকাতার ইডেন গার্ডেন্সের গ্যালারিতে বসে বাংলাদেশের ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে ১০০ রুপিতে কেবল বাংলাদেশ-ইতালি ম্যাচটি দেখা যাবে।



কলকাতায় বাংলাদেশের বাকি দুটি ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দুটো ম্যাচ দেখতেই সর্বনিম্ন ৩০০ রুপি বা ৪০৫ টাকা খরচ করতে হবে দর্শকদের। এরপর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি গ্যালারিতে বসে দেখতে দর্শকদের গুনতে হবে ২৫০ রুপি বা প্রায় ৩৪০ টাকা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে দর্শকদের জন্য টিকিট উন্মুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আজ থেকে শুধু প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে থেকে অনলাইনে টিকিট কিনতে পারবেন দর্শকরা।

আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। একই দিন কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায়।

এরপর ৯ ফেব্রুয়ারি কলকাতায় ইতালির মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়। একই ভেন্যুতে ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি শুরু হবে বিকেল বাংলাদেশ সময় সাড়ে ৩ টায়। এরপর মুম্বাইয়ে পাড়ি জমাবে টাইগাররা। ১৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট