Connect with us
অন্যান্য

বিশাল হারে শিরোপা স্বপ্নভঙ্গ হলো বাংলার মেয়েদের

Bangladesh's women's team was knocked out of the title race after losing 9-0 to host China in the first match of the Super Four pool of the ongoing U-18 Women's Asia Cup in Dazhou, China.
চীনের কাছে হেরে অনূর্ধ্ব-১৮ নারী এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৮ নারী এশিয়া কাপের সুপার ফোর পুলের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের মেয়েদের।

মেয়েদের বিভাগে সুপার ফোর পুলে প্রতিটি দল ম্যাচ খেলবে দুটো করে, অন্য পুল থেকে ওঠা দুই দলের বিপক্ষে। গ্রুপ থেকে পাওয়া তিন পয়েন্ট ক্যারি হবে এ পর্বে। আজ প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ৯-০ গোলে হেরে যাওয়ায় ফাইনালে ওঠা অসম্ভব হয়ে গিয়েছে। আজ কাজাখস্তানও জাপানের কাছে হেরেছে ১৩-০ গোলে। তাই মেয়ে বিভাগের ফাইনালে ৬ পয়েন্ট নিয়ে জাপান ও চীনের খেলা নিশ্চিত।

যদিও ফাইনালে ওঠার স্বপ্ন শেষ, বাংলাদেশের মেয়েরা শুক্রবার কাজাখস্তানের সঙ্গে এই পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে। এরপর রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও একই প্রতিপক্ষের মুখোমুখি হবে।

আরও পড়ুন:

» এবার মিশন সাফ শিরোপা, বাংলাদেশের ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা?

» ৩৭ বছর বয়সে ঘরে ফিরেই কান্নায় ভেঙে পড়লেন ডি মারিয়া

অন্যদিকে, ছেলেদের বিভাগে নিজেদের শেষ ম্যাচে চীনকে ২-১ গোলে হারিয়ে পুল ‘এ’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান, যেখানে তাদের সঙ্গী হয়েছে বাংলাদেশ। গ্রুপ রানার আপ হয়ে সেমিফাইনালে ছেলেদের প্রতিপক্ষ এখন শক্তিশালী জাপান। ১১ জুলাই সেমিফাইনালে এই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে বাংলাদেশের তরুণদের।

এই ম্যাচটি তাদের জন্য কঠিনতম পরীক্ষা হবে, যেখানে তাদের নিজেদের প্রমাণ করতে হবে এবং ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সর্বশক্তি দিয়ে লড়তে হবে।

ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য