Connect with us
ফুটবল

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশের মেয়েরা

Bangladesh’s women receive bad news in the FIFA rankings.
ফিফা র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের মেয়েদের। ছবি- এএফসি

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়েও বড় উন্নতি করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। গত আগস্টে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছিল আফঈদা-ঋতুপর্ণারা। তবে চার মাসের ব্যবধানে র‍্যাঙ্কিংয়ে অবনতির মুখ দেখল লাল-সবুজের দল। 

গত আগস্টের পর আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন এই র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। ১২ রেটিং পয়েন্ট কমেছে বাঘিনীদের। ১১৬৮ রেটিং নিয়ে ১১২ তম স্থানে অবস্থান করছে লাল-সবুজের দল।

অবশ্য ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অবনমন অনেকটা অনুমিতই ছিল। কেননা এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর আর কোনো ম্যাচ জিততে পারেনি ঋতুপর্ণারা। গত অক্টোবর ও নভেম্বরে ফিফা উইন্ডো মিলিয়ে চার ম্যাচ খেলেছে তারা। আর চারটি ম্যাচেই হেরেছে পিটার বাটলারের শিষ্যরা।



এশিয়ান কাপের আগে নিজেদের প্রস্তুত করতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলছে বাংলাদেশ। গত অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড সফর করেছিল আফঈদা-ঋতুপর্ণারা। ওই সফরের দুটি ম্যাচেই হেরেছে তারা। প্রথম প্রীতি ম্যাচে ৩-০ গোলে এবং দ্বিতীয় প্রীতি ম্যাচে ৫-১ গোলের ব্যবধানে হারের স্বাদ পায় সফরকারীরা।

এরপর গত নভেম্বর উইন্ডোতে আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করে বাফুফে। ঘরের মাঠে এই ত্রিদেশীয় সিরিজের দুটো ম্যাচেই হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ভালো খেলেও ১-০ গোলে হেরে যায় লাল-সবুজের দল। এরপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী আজারবাইজানের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছিল ঋতুপর্ণারা। তবে শেষ পর্যন্ত ম্যাচ ২-১ গোলের ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা।

এবারের নারীদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে বুরকিনা ফাসো। ১৬ ধাপ এগিয়ে ১১৮ নম্বরদ উঠে এসেছে তারা। বরাবরের মতোই শীর্ষ এক ও দুইয়ে আছে যথাক্রমে স্পেন ও যুক্তরাষ্ট্র। তবে জার্মানি দুই ধাপ এগিয়ে তিনে এবং ব্রাজিল একধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে।

ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল