Connect with us
ক্রিকেট

জাকের-শান্তকে ছাড়াই

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

Bd team
বাংলাদেশের বিশ্বকাপ দল। ছবি: সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে অধিনায়ক হিসেবে আছেন লিটন কুমার দাস এবং সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সাইফ হাসান।

ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা হয়নি উইকেটকিপার–ব্যাটসম্যান জাকের আলীর। বাদ পড়েছেন চলমান বিপিএলে ব্যাট হাতে ছন্দে থাকা নাজমুল হোসেনও। সব মিলিয়ে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলা ছয় ক্রিকেটার এবারের স্কোয়াডে নেই। আগের আসর থেকে জায়গা ধরে রেখেছেন নয়জন।

সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত এই দলে ব্যাটসম্যান রাখা হয়েছে সাতজন। স্পিন বিভাগে তিনজন এবং বাকি পাঁচজন পেস বোলার। দলটির নেতৃত্বে থাকছেন লিটন দাস, সহ অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে।



গত বিশ্বকাপেও বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন লিটন দাস, তানজিদ হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান। এই নয়জনই এবারও স্কোয়াডে আছেন।

অন্যদিকে গত আসরের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তানভীর ইসলাম, জাকের আলী ও নাজমুল হোসেন। তাঁদের জায়গায় এবার সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন, সাইফউদ্দিন, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান ও নাসুম আহমেদ।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ২০ দল নিয়ে শুরু হবে দশম টি–টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের তিন ম্যাচের দুটি হবে কলকাতায়, একটি মুম্বাইয়ে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি আছে ইংল্যান্ড, ইতালি ও নেপাল।

ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট