
এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ হংকং-এর বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। তার আগে ম্যাচে শুরুর একাদশ প্রকাশ করেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। যেখানে জায়গা হয়নি দুই প্রবাসী ফুটবলার সামিত সোম ও ফাহমিদুল ইসলামের।
বাংলাদেশের আগের দুই খেলার সুযোগ না পাওয়া জামাল ভূঁইয়াও নেই শুরুর একাদশে। প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাওয়া জায়ান আহমেদও থাকছেন না ম্যাচের শুরু থেকে। তবে কোন সন্দেহ ছাড়াই মাঝ মাঠে ভরসা হয়ে থাকবেন দলের অন্যতম তারকা হামজা চৌধুরী।
তবে ধারণা করা হচ্ছিল এই ম্যাচে জায়গা ফিরে পেতে পারেন জামাল ভূঁইয়া। গেল দশ দিন অনুশীলনে বেশিরভাগ কর্নার, সেট-পিস তাকে দিয়েই করিয়েছেন কোচ। শুরুর একাদশে জায়গা না পেলেও ম্যাচের পরবর্তী ভাগে সুযোগ পেয়ে যেতেও পারেন তিনি। এছাড়া সামিত ও ফাহমিদুলকে দ্বিতীয়ার্ধে দেখা যেতে পারে দলের শক্তি বাড়াতে।
এই ম্যাচেও ৪-৪-২ ফরম্যাশনে হংকং বধের পরিকল্পনা করেছেন কাবরেরা। চোট জর্জরিত গোলকিপার মিতুল মারমা ফিরেছেন এই ম্যাচে। তবে পেশির চোট থেকে পুরোপুরি সেড়ে না ওঠায় আজ দেখা যাবে না অভিজ্ঞ সেন্টারব্যাক তপু বর্মণকে। তাই আজ হংকং ম্যাচে লাল-সবুজের দলকে নেতৃত্ব দেবেন সিনিয়র সোহেল রানা।
বাংলাদেশের শুরুর একাদশ—
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণভাগ: তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন ও সাদ উদ্দিন
মাঝমাঠ: হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র।
আক্রমণ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/এফএএস
