
চলমান নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। তবে টুর্নামেন্ট চলাকালেই বড় দুঃসংবাদ পেলেন দলের তারকা ফুটবলার মোসাম্মৎ সাগরিকা। ম্যাচ চলাকালে নেপালের ফুটবলারের সঙ্গে হাতাহাতি, চুলাচুলিতে লিপ্ত হয়ে বড় শাস্তি পেলেন এই ফরোয়ার্ড।
সাগরিকাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে সাফ। একইসঙ্গে ৫০০ ডলার করে জরিমানা করা হয়েছে। তবে সাগরিকার পাশাপাশি নেপালের সেই ফুটবলার সিমরানকেও একই শাস্তি দিয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
গত ১৩ জুলাই চলতি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের ৫৩ মিনিটে নেপালের ডিফেন্ডার সিমরানের সঙ্গে মারামারিতে জড়িয়ে লাল কার্ড দেখেন দুজনেই। লাল কার্ডের কারণে স্বাভাবিকভাবেই এক ম্যাচ করে নিষিদ্ধ হন দুজনে। তবে এবার দুজনের অপরাধ পর্যালোচনা করে বড় শাস্তি দিয়েছে সাফ।
আরও পড়ুন:
» অধিনায়ক হিসেবে আজ মায়ামির হয়ে মাঠে নামছেন সাকিব
» ফুরিয়ে যাননি নেইমার, প্রমাণ করলেন মাইলফলক ছুঁয়ে
লাল কার্ডের কারণে বাংলাদেশের তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি সাগরিকা। আজ (১৭ জুলাই) চতুর্থ ম্যাচে দ্বিতীয়বার ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচেও বাদ পড়েছেন এই ফরোয়ার্ড।
আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়বার মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচেও নিষিদ্ধ থাকবেন সাগরিকা। তবে শ্রীলঙ্কা ম্যাচেই শেষ হবে তার নিষেধাজ্ঞা। টুর্নামেন্টে নিজেদের সবশেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে ফিরতে পারবেন এই ফরোয়ার্ড।
আগামী ২১ জুলাই টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে সেই ম্যাচটি হতে পারে টুর্নামেন্টের অলিখিত ফাইনাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাগরিকার দলে থাকাটা বাংলাদেশের জন্য বড় স্বস্তির কারণ হতে পারে।
এদিকে মাত্র দুই ম্যাচ খেলেই যৌথভাবে সাফের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সাগরিকা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক এবং দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে এক গোলসহ মোট ৪ গোল করেছেন এই তারকা ফরোয়ার্ড।
ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৫/বিটি
