
টি-টোয়েন্টিতে যেন জিততেই ভুলে গেছে বাংলাদেশ! লিটন দাসের নেতৃত্বে আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছিল টাইগাররা। তবে সিরিজের বাকি দুই ম্যাচ এবং পাকিস্তান সিরিজের তিন ম্যাচেই হেরেছিল তারা। এবার এই তালিকায় যুক্ত হলো শ্রীলঙ্কার নাম। হার দিয়ে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে লিটন দাসের দল। এ নিয়ে লিটনের নেতৃত্বে টানা ষষ্ঠ হারের স্বাদ পেল লাল-সবুজের দল।
বৃহস্পতিবার (১০ জুলাই) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।
এদিন রানতাড়ায় নেমে ঝোড়ো শুরু পায় শ্রীলঙ্কা। পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৮৩ রান তুলে নেয় তারা। পাওয়ারপ্লেতে একমাত্র উইকেটটি এনে দেন মেহেদি হাসান মিরাজ। দুর্দান্ত খেলতে থাকা পাথুম নিশাঙ্কাকে ফেরান তিনি। সাজঘরে ফেরার আগে ১৬ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ওপেনার।
আরও পড়ুন:
» ফেরার ম্যাচে সাকিবের ফিফটি, বড় পুঁজি পেল তার দল
» এবার এশিয়া কাপ বৈঠকেও বাংলাদেশে আসতে চায় না ভারত
এরপর অবশ্য রান তোলার গতি কিছুটা কমিয়ে দেয় স্বাগতিকরা। কুশল মেন্ডিস একপ্রান্তে দেখেশুনে খেলে দলকে জয়ের পথে এগিয়ে নেন। দলের জয় অনেকটা নিশ্চিত করে শেষদিকে ফিরে যান মেন্ডিস। ৫১ বলে ৫ চার ও ৩ ছক্কার মারে ৭৩ রানের ইনিংস খেলে ফেরেন এই ওপেনার। এছাড়া কুশল পেরেরা ২৫ বলে ২৪ এবং আভিস্কা ফার্নান্দো ১৭ বলে ১১ রান করেন।
বাংলাদেশের হয়ে মিরাজ ও রিশাদ ৪ ওভারে সমান ২৪ রান করে দিয়ে একটি করে উইকেট তুলে নে। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন শিকার করেন এক উইকেট।
এর আগে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের ৩৮, নাঈম শেখের ৩২, মিরাজের ২৯, তানজিদের ১৬ ও শামীমের ১৪ রানে ভর করে ১৫৪ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে ২ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন মহেশ থিকশানা। এছাড়া একটি করে উইকেট নেন নুয়ান থুশারা, সাদুন শানাকা ও ভেন্ডারসে।
ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/বিটি
