
গত বছরের শুরুতে ভারতের ক্লাব ইস্ট বেঙ্গলের হয়ে অভিষেক হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দলের ফরোয়ার্ড সানজিদা আক্তারের। কলকাতার এই ঐতিহ্যবাহী ক্লাবটির ইতিহাসে প্রথম বিদেশি নারী ফুটবলার ছিলেন তিনি। এবার ভুটানের নারী ফুটবল লিগে অভিষেক হয়েছে সানজিদার।
আজ শনিবার (১০ মে) থিম্পু সিটির হয়ে উগ্যেন একাডেমি এফসির বিপক্ষে অভিষেক হয়েছে সানজিদার। থিম্পু সিটির শুরুর একাদশেই জায়গা হয়েছে এই ফরোয়ার্ডের।
গত ২৫ এপ্রিল থেকে ভুটানের নারী ফুটবল লিগের এবারের মৌসুম মাঠে গড়িয়েছে। আর এবারের আসরে যেন বাংলাদেশি খেলোয়াড়দের মেলা বসছে। কেননা সানজিদাসহ মোট দশ বাংলাদেশি নারী ফুটবলার এই লিগে খেলবেন। জাতীয় দলের বেশিরভাগ তারকা ফুটবলাররাই নাম লিখিয়েছেন ভুটানের লিগে।
আরও পড়ুন:
» বর্ষসেরা একাদশে জায়গা পেলেন হামজা চৌধুরী
» বিএনপির তারুণ্যের মহাসমাবেশের মঞ্চে হাজির তামিম ইকবাল
থিম্পু সিটির হয়ে সানজিদা ছাড়াও নাম লিখিয়েছেন আরও দুই বাংলাদেশি। এরা হলেন মারিয়া মান্দা এবং শামসুন্নাহার সিনিয়র। এফসি পারোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সর্বোচ্চ চার ফুটবলার— সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। এছাড়া কৃষ্ণা রাণী সরকার, মাসুরা পারভীন ও রুপণা চাকমা ট্রান্সপোর্ট ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
এদিকে জয় দিয়েই অভিষেক রাঙিয়েছেন সানজিদারা। অভিষেক ম্যাচে কোনো গোলের দেখা না পেলে ৪-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে তার দল।
এদিন উগ্যেন একাডেমি এফসির বিপক্ষে সানজিদা-মারিয়া-শামসুন্নাহাররা শুরুর একাদশেই জায়গা করে নিয়েছিলেন। প্রথমার্ধ শেষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে ছিল থিম্পু সিটি। এরপর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল দেয় থিম্পু, বিপরীতে হজম করে একটি। শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন সানজিদা-মারিয়ারা। বাংলাদেশিদের মধ্যে একটি গোল করে মারিয়া মান্দা।
ক্রিফোস্পোর্টস/১০মে২৫/বিটি
