Connect with us
ক্রিকেট

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ বনাম আফগানিস্তান
বাংলাদেশ বনাম আফগানিস্তান। ছবি: সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচ । প্রথম ওয়ানডে ম্যাচ হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে দলটি। তাই আবুধাবিতে আজকের ম্যাচ জিতলেই কেবল সিরিজে টিকে থাকার সুযোগই মিলবে না, পাশাপাশি ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার আশাও বেঁচে থাকবে বাংলাদেশের।

খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই আজকের একাদশে। ওপেনিং জুটি নিয়ে খুব একটা পরিবর্তন আসবে না। প্রথম ম্যাচে তানজিদ হাসান ও সাইফ হাসান দুজনেই ভালো শুরু করেছিলেন, কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি। নতুন করে কেউ দলে যোগ না হলে আজও এই জুটিই ইনিংস শুরু করবেন বলে মনে করা হচ্ছে।

তিন নম্বর পজিশান এ নাজমুল হোসেন শান্ত এখনো নিজের ছন্দে ফিরতে পারেননি। আগের ম্যাচে মাত্র ২ রান করে ফেরেন তিনি। তবে টপ অর্ডারে অভিজ্ঞতার দিক থেকে তার ওপরই দলের ভরসা থাকবে।



অন্যদিকে মিডল অর্ডারে আছেন তাওহিদ হৃদয়, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। এই তিনজনের উপরই ভরসা করে রানের ভিত গড়তে চাইবে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার ও ফিনিশার হিসেবে আরও একটা সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান।

আবুধাবিতে উইকেট অনেকটা আগের থেকে স্লো হচ্ছে যেজন্য স্পিন বিভাগে আজ বাড়তি গুরুত্ব দিতে পারে টিম ম্যানেজমেন্ট। স্লো উইকেটের কথা ভেবে তাসকিনের পরিবর্তে রিশাদ হোসেনকে একাদশে ফেরানো হতে পারে। এছাড়া প্রথম ম্যাচে ভালো করা বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের থাকবেন একাদশে।

এদিকে পেস বিভাগে ফেরার সম্ভাবনা রয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। আগের ম্যাচে বিশ্রামে থাকলেও আজ তাঁকে দেখা যেতে পারে তানজিম হাসানের সঙ্গে নতুন বলে। সম্ভাবনা আছে হাসান মাহমুদের পরিবর্তে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান।

সব মিলিয়ে বাংলাদেশের একাদশে বড় ধরনের কোনো পরিবর্তন না আসলেও, বাঁচা-মরার ম্যাচে জয়ের উদ্দেশ্যে নামবে দলটি। পরিসংখ্যান বলছে, গত দুই ওয়ানডে সিরিজেই আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচ তাদের জন্য বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন/তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান।

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট