Connect with us
ক্রিকেট

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সম্ভাব্য যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সম্ভাব্য একাদশ
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে ১৪৯ রানে অলআউট হয়ে গিয়েছিল। আজ সিরিজ টিকিয়ে রাখার লড়াই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় লিটন দাসরা। ফলে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন।

তবে এমন চাপের ম্যাচে টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে চাইবে। একাদশে শামীম পাটোয়ারীকে বাদ দিয়ে হয়তো সুযোগ মিলতে পারে জাকের আলীর। কম্বিনেশনের কারণে শেখ মেহেদী ও শরিফুল ইসলামও দলে ফিরতে পারেন। আর মুস্তাফিজ আর তাসকিনের টানা খেলার পর এবার তাদের বিশ্রাম দেওয়া হতে পারে।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম ম্যাচে উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য আদর্শ, তবুও বাংলাদেশের টপ অর্ডার, মিডল অর্ডার দু বিভাগেই ব্যর্থতার পরিচয় দিয়েছ্র। এবার তাই ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়েই ভূমিকা রাখতে হবে।



ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচ জিতলেও দলে খুব বড় তারকা প্লেয়ার নেই। যদিও তারা ম্যাচের পরদিনই অনুশীলনে নেমে পড়েছে। এদিকে বাংলাদেশের সামনে ঘরের মাঠে টানা চার সিরিজ জয়ের পর এবার হার এড়ানোর চ্যালেঞ্জ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ।

এদিকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৬ রানে হারের পর ম্যাচ পরবর্তী অধিনায়ক লিটন কুমার দাস খোলাখুলি সমালোচনা করেছেন ফিনিশার শামীম হোসেন পাটোয়ারীর। শামীমকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, শামীমের আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিৎ ছিল। সবসময় উইকেটে এসেই মারা যাবে না, অনেকসময় ধৈর্য ধরে দায়িত্ব নিতে হবে।

উল্লেখ্য, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৪৯ রানেই গুটিয়ে যায় টাইগাররা। ফলে সিরিজ বাঁচানোর জন্য পরের ম্যাচে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই।

ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট