
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) মাঠে নামছে বাংলাদেশ। ইতিমধ্যে প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে মেহেদী হাসান মিরাজের দল। এবার লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে র্যাটিং পয়েন্টেও আগাবে বাংলাদেশ।
মিরপুরের পিচ নিয়ে সমালোচনা থাকলেও ক্যারিবীয়ানদের পক্ষ থেকে কোনো অভিযোগ শোনা যায়নি। বরং নিজেদের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করছেন অধিনায়ক শাই হোপ। প্রথম ম্যাচে মাত্র ১৩৩ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ দল এখন আত্মবিশ্বাসে আছে। টানা চার ম্যাচ পর ওয়ানডে জয়ের দেখা পেয়েছে দলটি। এবার প্রায় সাড়ে তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ সামনে।
বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ মনে করেন, দলটি পুরো সিরিজ ৩-০ ব্যবধানে জিততে সক্ষম। তিনি বলেন, “আমাদের ক্রিকেটারদের যথেষ্ট মেধা আছে। শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে আত্মবিশ্বাসই সাফল্যের মূল।”
দ্বিতীয় ওয়ানডেতে দলে আসতে পারে দুইটি পরিবর্তন। ওয়ার্কলোড বিবেচনায় বিশ্রামে থাকতে পারেন তাসকিন আহমেদ। তার জায়গায় সুযোগ পেতে পারেন তানজিম সাকিব। স্পিন আক্রমণ বাড়াতে স্কোয়াডে যুক্ত হয়েছেন নাসুম আহমেদ, ফলে বাদ পড়তে পারেন তানভীর ইসলাম।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলেও যুক্ত হয়েছেন দুজন নতুন খেলোয়াড়। সামার জোসেফ ও দলের আরেক তরুণ পেসার জেদিয়া ব্লেডস চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন।এই দুই বোলারের বদলে ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ করা হয়েছে আকিল হোসেন ও র্যামন সাইমন্ডস। দুজনই আগে থেকেই বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন। ফলে সিরিজে টিকে থাকতে তাদের একাদশেও পরিবর্তনের সম্ভাবনা আছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৫/টিএ
