Connect with us
ক্রিকেট

বাংলাদেশের হতশ্রী ক্রিকেট, আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ

Ban Lost
বাংলাদেশের ব্যাটারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে আফগানরা। ছবি-এসিবি

এক সময় ওয়ানডে ছিল বাংলাদেশ দলের প্রিয় ও সফল ফরম্যাট। কিন্তু সেই সাফল্যের পুরোটাই এখন অতীত। বর্তমান আছে হতশ্রী অবস্থায়। তার নজির মিললো আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের মধ্য দিয়ে।

মঙ্গলবার আবুধাবির জায়েদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে একেবারেই বাজেভাবে হেরেছে মেহেদি হাসান মিরাজের দল। আগে ব্যাটিং করে ২৯৩ রান তুলেছিল আফগানিস্তান। জবাবে মাত্র ৯২ রানেই অলআউট হয়েছে কথিত টাইগাররা। বরাবর ২০০ রানে হেরে হোয়াইটওয়াশের ষোলকলা পূর্ণ করেছে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত স্বাদ পেয়ে হয়তো জেদ করেই ওয়ানডে সিরিজে নেমেছিল আফগানরা। সবগুলো ম্যাচে আধিপত্য দেখিয়ে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে হাশমতুল্লাহ শহীদিরা।



প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২২১ রানে আটকে দিয়ে ৫ উইকেটে জয়। এরপর দ্বিতীয় ওয়ানডেতে ১৯০ রান তুললেও বাংলাদেশকে আটকে দেয় মাত্র ১০৯ রানে। ৮১ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে। আর আজ ২০০ রানের দাপুটে জয়ে ধবলধোলাইয়ের স্বাদ পেল রশিদ-নবীরা।

এদিন ৯৯ রানের ওপেনিং জুটি পায় আফগানরা। ৪২ রানে গুরবাজ ফেরার পর সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে আউট হন ইব্রাহিম জাদরান (৯৫)। সেদিকুল্লাহ আতাল করেন ২৯ রান। শেষদিকে মোহাম্মদ নবীর ৩৭ বলে ৬২ রানের ইনিংসে প্রায় তিনশ ছোয়া স্কোর গড়ে আফগানরা।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন সাইফ হাসান। মাত্র ৪ ওভার বোলিং করে ১ মেডেনের পর ৬ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। এছাড়া হাসান মাহমুদ ও তানভীর হাসান দুটি করে উইকেট নেন। ৯.৪ ওভারে ৬৭ রান খরচ করে ১টি উইকেট নেন মিরাজ।

২৯৪ রানের জবাবে মাঠে নেমে খাবি খেতে শুরু করে বাংলাদেশ। একমাত্র সাইফ হাসান ছাড়া বাকিরা কেউই দুই অঙ্কের রান ছুতে পারেননি। ৫৪ বলে ৪৩ রান করেন সাইফ।

১৬ ওভার শেষে তাওহীদ হৃদয় আউট হওয়ার আগে স্কোরবোর্ড ছিল ৫৯/২। সেখান থেকে ১৫ রান যোগ করতেই স্কোরবোর্ড হয় ৭৪/৭! এখানেই শেষ নয়। এরপর মাত্র ১৯ রান যোগ হতেই শেষ হয় সবকটি উইকেট। মাত্র ২৭.১ ওভারেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

এদিন বাংলাদেশের ব্যাটারদের নিয়ে ছেলেখেলা করেন বিলাল সামি ও রশিদ খান। সামি ৭.১ ওভারে ৩৩ রান খরচ করে তুলে নেন ৫টি উইকেট। আর ৬ ওভারে মাত্র ১২ রানের বিনিময়ে রশিদ খান শিকার করেন ৩টি।

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট